তদন্তকারী সংস্থা সূত্রে খবর, জ্যোতিপ্রিয়র পরিবারের বিদেশ সফরের টিকিট কেটেছিলেন বাকিবুর। মরিশাস, আমেরিকা ঘোরার টিকিটের খরচ বাকিবুর দিয়েছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। বাকিবুরের বাড়িতে ইডির তল্লাশি অভিযানের সময় এই সংক্রান্ত নথি উদ্ধার হয়েছে বলেও ইডি সূত্রে দাবি করা হচ্ছে।


কলকাতা: রেশন দুর্নীতি মামলায় বাকিবুর রহমানের গ্রেফতারির পরই চাঞ্চল্যকর সব তথ্য উঠে এসেছে ইডির হাতে। জ্যোতিপ্রিয় ও তাঁর পরিবারের বিষয়ে বিস্ফোরক তথ্য ইডির হাতে। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, জ্যোতিপ্রিয়র পরিবারের বিদেশ সফরের টিকিট কেটেছিলেন বাকিবুর। মরিশাস, আমেরিকা ঘোরার টিকিটের খরচ বাকিবুর দিয়েছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। বাকিবুরের বাড়িতে ইডির তল্লাশি অভিযানের সময় এই সংক্রান্ত নথি উদ্ধার হয়েছে বলেও ইডি সূত্রে দাবি করা হচ্ছে। সূত্রের খবর, বাকিবুর ও ট্রাভেল এজেন্টের হোয়াটসঅ্যাপ চ্যাটও ইডির হাতে এসেছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours