শ্রেয়স লাকি চার্ম… IPL শুরুর আগে PBKS ক্যাপ্টেনকে কে দিলেন দরাজ সার্টিফিকেট?
রোহিতকেই দায়িত্ব নিতে হবে… হঠাৎ এ কথা কেন বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়?
ভেঙ্কটেশের জায়গা নয় নিরাপদ, ক্যাপ্টেন রাহানের জমানায় KKR-এ বড় বদল!
লুকিয়ে লুকিয়ে সীমান্তে চলছিল ‘খেলা’, দেখা মাত্রই বাধা BSF-র! শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হল বাংলাদেশি সেনা
দেশের প্রতিটি জওয়ানের মাথার উপরে উড়বে ড্রোন, যুদ্ধ জয়ে নয়া কৌশল ভারতের
দুর্গাপুজোর মেগা কার্নিভালের জন্য সেজে উঠেছে রেড রোড। শহর ও শহরতলির প্রায় একশোটি পুজো কমিটি এবার অংশ নিচ্ছে রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালে। রেড রোডের দু'ধারে প্রায় ১৮ হাজার দর্শকের বসার বন্দোবস্ত করা হয়েছে।
রেড রোডে জমজমা উঠেছে দুর্গা কার্নিভাল, মঞ্চে রুজিরা
কার্নিভ্যালে মমতা
কলকাতা: বিজয়া দশমী হয়ে গেলেও উৎসবের রেশ এখনও কাটেনি। বৃহস্পতিবার জেলায় জেলায় পুজোর কার্নিভাল হয়েছে। আর শুক্রবার কলকাতায় পুজোর কার্নিভাল। দুর্গাপুজোর মেগা কার্নিভালের জন্য সেজে উঠেছে রেড রোড। শহর ও শহরতলির প্রায় একশোটি পুজো কমিটি এবার অংশ নিচ্ছে রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালে। রেড রোডের দু’ধারে প্রায় ১৮ হাজার দর্শকের বসার বন্দোবস্ত করা হয়েছে। এদিকে শহরে পুজোর এই মেগা কার্নিভালের ঠিক মুখেই রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে ইডি।
Post A Comment:
0 comments so far,add yours