বুধবার তৃণমূল সাংসদকে পাল্টা জবাব দেন নিশিকান্ত দুবে। তিনি বলেন, "এখানে প্রশ্নটা আমার ডিগ্রি বা আদানি গ্রুপ নিয়ে নয়, বরং মহুয়া মৈত্র টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করেছেন কিনা। এটা সংসদের নিয়ম, জাতীয় নিরাপত্তা ও সাংসদের সম্পত্তি, দুর্নীতি ও অপরাধমূলক কার্যকলাপ নিয়ে।"

Mohua Moitra: জালি ডিগ্রির খোঁচা মহুয়ার, বিজেপি সাংসদ বললেন, 'ডিগ্রিধারী দেশ বেচে'
ফাইল চিত্র
নয়া দিল্লি: আদানি ইস্যু নিয়ে সংসদে প্রশ্ন করতে ব্যবসায়ীর কাছ থেকে নগদ দুই কোটি টাকা ঘুষ নিয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র! এমনটাই অভিযোগ এনেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। এবার তাঁর বিরুদ্ধেও পাল্টা দুর্নীতির অভিযোগ আনলেন মহুয়া। প্রশ্ন করলেন, নিশিকান্ত দুবের শিক্ষাগত যোগ্যতার নথি জাল করার অভিযোগের তদন্ত কেন হচ্ছে না?


সম্প্রতিই বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ করেছিলেন, টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তৃণমূল সাংসদের সদস্যপদ খারিজের দাবি জানিয়ে তিনি লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে চিঠি দেন। বিষয়টি বর্তমানে সংসদের এথিক্স কমিটি তদন্ত করছে। এরই মাঝে এবার নিশিকান্ত দুবের বিরুদ্ধেও পাল্টা অভিযোগ আনলেন মহুয়া মৈত্র।


তৃণমূল সাংসদ দাবি করেন, সাত মাস আগে তিনি বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের বিরুদ্ধে ডিগ্রি জালের অভিযোগ তুলেছিলেন। সেই অভিযোগের তদন্ত এখনও কেন হচ্ছে না?
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours