যে সময়ে এই ঘটনাটি ঘটেছে, তখন বন্দে ভারতের গতি ছিল প্রায় ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে ট্রেন গতি কমিয়ে সেটি থামিয়ে দেওয়া হয়। ট্রেনের গতি যা ছিল তাতে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত এবং প্রাণহানির আশঙ্কাও তৈরি হতে পারত বলে মনে করছেন রেল আধিকারিকরা।
Vande Bharat Express: নাশকতার ছক? অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল বন্দে ভারত
ফাইল ছবি
জয়পুর: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বন্দে ভারত এক্সপ্রেস। খুলে রাখা হয়েছিল রেল লাইনের ফিস প্লেট। রেল লাইনের উপর পর পর সাজিয়ে রেখে দেওয়া হয়েছিল বেশ কিছু পাথরের টুকরো। এমনকী যে হুক দিয়ে রেল লাইনকে যুক্ত করা হয়, সেটিও খুলে রাখা হয়েছিল। ঘটনাটি ঘটেছে রাজস্থানের চিতোরগড় জেলায়। ভিলওয়াড়া স্টেশনের কাছেই এই ঘটনা ঘটেছে। এই লাইন দিয়েই যাচ্ছিল উদয়পুর থেকে জয়পুরগামী বন্দে ভারত এক্সপ্রেস। কোনওভাবে বিষয়টি নজরে এসে যায় ওই এলাকার রেলের স্টেশন কেবিনের আধিকারিকদের। বন্দে ভারতের চালকের নজরেও বিষয়টি আনা হয়। ফলে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
Post A Comment:
0 comments so far,add yours