মধ্যরাতে সাগরের দিগম্বরীর কাছে বাইক ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত তিনজন
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় সাগরের বেগুয়াখালী এলাকার দুই যুবক ২৪ শে অক্টোবর মঙ্গলবার বিজয়া দশমীর রাতে বাইক নিয়ে ঠাকুর দেখার পর বাড়ি ফেরার পথে,২৫ শে অক্টোবর বুধবার মধ্যরাত ঠিক বারোটা ৪৫ মিনিট মিনিট নাগাদ সাগরের দিগম্বরীর কাছে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাইকটি একটি সাইকেলে ধাক্কা মারে এরপর ঘটনাস্থলে বাইক চালক ও সাইকেল চালক সহ ওই বাইকের পেছনে বসে থাকা এক বাইক আরোহী গুরুতর যখম হয়,
এরপর স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় ঐ তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়,
বাইক চালক যুবকের নাম শান্তনু পাইক বাড়ি সাগরের বেগুয়াখালী,এবং ওই বাইকের পেছনে বসে থাকা বাইক আরোহীর নাম সুমন ডাকুয়া বাড়ি বেগুয়াখালী,
এবং ওই সাইকেল চালকের নাম সেখ আজিজুলআলী সাহা বাড়ি কমলপুর,
ওই তিন জনের মধ্যে বাইক চালক ও সাইকেল চালকের অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে সাগর গ্রামীণ হাসপাতাল থেকে ২৫ শে অক্টোবর বুধবার মধ্যরাতে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে
সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডট কমের ক্যামেরার মাধ্যমে
ষ্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Post A Comment:
0 comments so far,add yours