২৬ অক্টোবর বৃহস্পতিবার রাতে খানাকুলের হেলানে হরিনামের আসর অনুষ্ঠিত হয়। আর এই হরিবাসর দেখতে আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকা থেকে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন। আমন্ত্রিত ছিলেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারও। সেখানে এসে মঞ্চের উপর হরিনামের তালে তাঁকে নাচতে দেখা যায়। হরিনামের আসরে তাঁর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও নজর কেড়েছে।
Aparupa Poddar: হরিনামের আসরে নাচছেন অপরূপা, ভিডিয়ো ছড়াতেই কটাক্ষ বিরোধীদের
হরিনামের আসরে অপরূপার নাচ
আরামবাগ: রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীকে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এ নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তাল, তখনই হরিনামের আসরে দুহাত তুলে নৃত্য করতে দেখা গেল আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকে। সেই আসরে তিনি বলেছেন, “দিনের শেষে হরিই তো ভরসা।” হরিনামের তালে তাঁর নাচের ভিডিয়ো এখন ভাইরাল। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই বিরোধীরা খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল সাংসদকে।
২৬ অক্টোবর বৃহস্পতিবার রাতে খানাকুলের হেলানে হরিনামের আসর অনুষ্ঠিত হয়। আর এই হরিবাসর দেখতে আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকা থেকে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন। আমন্ত্রিত ছিলেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারও। সেখানে এসে মঞ্চের উপর হরিনামের তালে তাঁকে নাচতে দেখা যায়। হরিনামের আসরে তাঁর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও নজর কেড়েছে।
এ বিষয়ে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ বলেছেন, “প্রাক্তন খাদ্যমন্ত্রী গ্রেফতার হয়েছেন। গরিব মানুষের রেশনের চাল চুরি হয়েছে। নিম্নমানের আটাও চুরি হয়েছে। এখানে আরামবাগের সাংসদ ভগবানের আশ্রয় নিচ্ছেন। নাচ করতে শুরু করেছেন। মানুষ দেখছে।” গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক বলেছেন, “হরিবাসরে কোমর দুলিয়ে নাচছে তৃণমূলের সাংসদ। এখন নেচে নিক। এদেরকেও জেলে যেতে হবে।” সিপিএমের হুগলি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য অভয় ঘোষ বলেছেন, “মমতার উপর ভরসা রইল না। তাই হরিনামের আশ্রয় নিচ্ছে। চোর, জোচ্চররা হরিনাম করে পার পাবে না।”
Post A Comment:
0 comments so far,add yours