এ দিন সকালেই প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে লেখেন, "এই পবিত্র উৎসব সমস্ত নেতিবাচক শক্তির বিনাশ ও জীবনে যা কিছু ভাল-শুভকে গ্রহণ করার বার্তা দেয়। সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা।"
নয়া দিল্লি: বিজয়া দশমী ও দশেরার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “বিজয়া দশমীতে দেশজুড়ে আমার পরিবারের সকল সদস্যদের শুভেচ্ছা জানাই।”
আজ দেশজুড়ে পালিত হচ্ছে বিজয়া দশমী। মর্ত্যে চারদিন কাটিয়ে উমা সপরিবারে আজ ফিরে যাবেন স্বর্গলোকে। সকাল থেকেই তাই বিষাদের সুর। বিজয়া দশমীর পাশাপাশি দেশজুড়ে পালিত হবে দশেরাও। দিল্লি সহ একাধিক জায়গায় রাবণ বধ করা হবে। সকাল থেকেই বিজয়া দশমী ও দশেরার শুভেচ্ছা জানাতে শুরু করেন নেতা-মন্ত্রীরা।
এ দিন সকালেই প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে লেখেন, “এই পবিত্র উৎসব সমস্ত নেতিবাচক শক্তির বিনাশ ও জীবনে যা কিছু ভাল-শুভকে গ্রহণ করার বার্তা দেয়। সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা।”
Post A Comment:
0 comments so far,add yours