মঙ্গলবার রামলীলা ময়দানে আয়োজিত রাবণ দহনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঞ্চে পৌঁছতেই তাঁকে শাল, রামের মূর্তি ও গদা দিয়ে স্বাগত জানানো হয়। রাবণের কুশপুতুলের দিকে অগ্নিবাণ ছুড়ে অনুষ্ঠানের সূচনা করেন প্রধানমন্ত্রী মোদী।

PM Narendra Modi: 'রাম মন্দির থেকেই পালিত হবে আগামী রাম নবমী', ঘোষণা প্রধানমন্ত্রীর
রাবণের কুশপুতুল দহন করলেন প্রধানমন্ত্রী মোদী।

নয়া দিল্লি: দেখতে দেখতেই শেষ হয়ে গেল দুর্গা পুজো (Durga Puja)। আবারও এক বছরের অপেক্ষা। পুরাণ মতে, বিজয়া দশমীতে রাবণকে বধ করেছিলেন শ্রী রাম। অশুভের বিনাশ ও সত্যের জয়ের প্রতীক হিসাবেই দশমীর দিন রাবণের কুশপুতুল দাহ করা হয়। মঙ্গলবার এই রাবণ বধের অনুষ্ঠানে অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। দিল্লির দ্বারকার রামলীলা ময়দানে রাবণ দহনে সামিল হন তিনি। ওই অনুষ্ঠান মঞ্চ থেকেই তিনি জানিয়ে দিলেন আগামী বছর অযোধ্যার রাম মন্দির (Ram Mandir) থেকে রাবণ দহন করা হবে।


মঙ্গলবার রামলীলা ময়দানে আয়োজিত রাবণ দহনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঞ্চে পৌঁছতেই তাঁকে শাল, রামের মূর্তি ও গদা দিয়ে স্বাগত জানানো হয়। রাবণের কুশপুতুলের দিকে অগ্নিবাণ ছুড়ে অনুষ্ঠানের সূচনা করেন প্রধানমন্ত্রী মোদী।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours