পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মী ভান্ডারের টাকায় ধনসম্পদের দেবী লক্ষীর আরাধনা করলো বাড়ির লক্ষীরা। 



লক্ষীর ভান্ডারের টাকায় বিগত ২০২১ সাল থেকে লক্ষ্মী পূজা করে আসছেন দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের দক্ষিণ চন্দনপিড়ী গ্রামের মহিলারা। গত দুই বছরের ন্যায় এ বছরে তারা লক্ষ্মী মায়ের আরাধনায় ব্রতি হয়েছেন। লক্ষীর ভান্ডারের টাকায় পূজা হওয়ার কারনে নিজেদের কমিটির নাম রেখেছেন লক্ষীর ভান্ডার কমিটি।
এ বিষয়ে লক্ষ্মীর ভান্ডার কমিটির সম্পাদিকা মমতা মাইতি বলেন গত ২০২১ সালে লক্ষীর ভান্ডারে টাকা পাওয়া শুরু হওয়ার পাঁচদিন পরে প্রতিবেশী কয়েকজন মহিলা মিলে ঠিক করা হয় যে লক্ষ্মী ভান্ডারের টাকা দিয়ে তারা
লক্ষী পূজা করবেন। যেহেতু লক্ষ্মীর ভান্ডারের টাকায় মায়ের আরাধনা হবে তাই নিজেদের কমিটির নামও ঠিক করা হয় লক্ষ্মী ভান্ডার কমিটি। সেই থেকে প্রত্যেক বছর লক্ষ্মী মায়ের আরাধনায় ব্রতি হন তারা। এ বছর তাদের তৃতীয় বর্ষের পদার্পণ করেছে। মহাধুমধাম করে মায়ের আরাধনা করছেন তারা।



Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours