রাজ্যে ১০০ দিনের কাজের টাকা ও আবাসের টাকার দুর্নীতি হয়েছে এমনই অভিযোগ তুলে কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে।
রাজ্যের প্রাপ্য টাকা আদায় করতে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে ধরনা কর্মসূচি গ্রহণ করা হয়। দুই এবং তিন অক্টোবর দিল্লিতে ধরনা কর্মসূচি গ্রহণ করা হয়। এরই মধ্যে বাঁকুড়ার বিষ্ণুপুরে টানা কয়েক দিনের বৃষ্টিতে দেওয়াল চাপা পড়ে একই পরিবারের তিনজন শিশুসহ মোট পাঁচজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় আবাসের তালিকায় নাম ছিল কিন্তু আবাসে টাকা পায়নি। এই ঘটনায় শাসক বিরোধী দুপক্ষই একে অপরের ওপর দোষ ঠেলাঠেলি। করছে যদিও পরে মৃত শিশুদের পরিবারের সদস্য কে নিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ধরনা কর্মসূচিতে নিয়ে যায়। যদিও এ বিষয়টিকে বিরোধীরা জোর করে নিয়ে যাওয়ার অভিযোগ তুলছেন। মঙ্গলবার দিন দিল্লির পাশাপাশি নামখানা ব্লকের দক্ষিণ চন্দন পিড়িতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধর্না প্রতিবাদ সভা ও মোমবাতি মিছিল করা হয়। এদিন এ বিষয়ে হরিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বুদ্ধদেব দাস বলেন বাংলার প্রাপ্য টাকা বাংলাকে দিতে হবে।
Post A Comment:
0 comments so far,add yours