এক যুগ পর ফের দেশের মাটিতে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে ভারতীয় ক্রিকেট দল। অনেকটা কঠিন পথ পেরিয়ে যেতে হবে। গত কয়েক মাস ধরে নানা দ্বিপাক্ষিক সিরিজ এবং এশিয়া কাপের মতো মাল্টি টিম ইভেন্টে খেলেছে ভারত। লক্ষ্য ছিল বিশ্বকাপের সেরা কম্বিনেশন খুঁজে নেওয়া। তবে ১৫ সদস্যের দলে দু-জন ক্রিকেটারের জায়গা না হওয়া নিয়ে প্রবল সমালোচনা হয়েছিল। একজন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল, দ্বিতীয়, কোনও একজন অফস্পিনার।

CWC 2023, Team India: অক্ষরের চোট টিম ইন্ডিয়ার শাপে বর! বলছেন বিশ্বজয়ী প্রাক্তন ক্রিকেটার

কলকাতা: বিশ্বকাপের দামামা বেজে গিয়েছে। প্রতিটি দলই শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু করে দিয়েছে। মূল পরীক্ষার আগে একটু ‘রিভিশন’ দেওয়ার মতো। ভারতের মাটিতে বিশ্বকাপ। এক যুগ পর ফের দেশের মাটিতে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে ভারতীয় ক্রিকেট দল। অনেকটা কঠিন পথ পেরিয়ে যেতে হবে। গত কয়েক মাস ধরে নানা দ্বিপাক্ষিক সিরিজ এবং এশিয়া কাপের মতো মাল্টি টিম ইভেন্টে খেলেছে ভারত। লক্ষ্য ছিল বিশ্বকাপের সেরা কম্বিনেশন খুঁজে নেওয়া। তবে ১৫ সদস্যের দলে দু-জন ক্রিকেটারের জায়গা না হওয়া নিয়ে প্রবল সমালোচনা হয়েছিল। একজন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল, দ্বিতীয়, কোনও একজন অফস্পিনার। একটা ঘাঁটতি অবশ্য পূর্ণ হয়েছে। বিশ্বকাপের স্কোয়াডে থাকা অক্ষর প্যাটেলের চোটে শেষ মুহূর্তে পরিবর্তনে বাধ্য হয়েছে টিম ইন্ডিয়া। অক্ষর প্যাটেলের চোটকে তাই ‘শাপে বর’ হিসেবেই দেখছেন ১৯৮৩ বিশ্বজয়ী দলের অন্যতম নায়ক। কলকাতায় এমন কথাই বলেন। বিস্তারিত জেনে নিনএর এই প্রতিবেদনে।


ইস্টবেঙ্গল ক্রিকেট টিমের স্পনসর ঘোষণার অনুষ্ঠানে ছিলেন বিশ্বজয়ী ক্রিকেটার সন্দীপ পাটিল। বিশ্ব জয়ের স্বাদ কেমন, সেটা তিনি ভালো ভাবেই জানেন। ১৯৮৩’র বিশ্বকাপ ভারতীয় ক্রিকেটে রূপকথার জন্ম দিয়েছিল। তার অন্যতম নায়ক সন্দীপ পাটিল। এ বার টিম ইন্ডিয়া তৃতীয় খেতাব জিততে পারে কিনা, মুখিয়ে রয়েছেন তিনিও। বাঁ হাতি স্পিন বোলিং অলরাউন্ডার অক্ষর প্যাটেলের জন্য অপেক্ষা করেছিলেন রোহিত শর্মারা। শেষ মুহূর্তে তাঁর পরিবর্তে রবিচন্দ্রন অশ্বিনকে নেওয়া হয়। এই প্রসঙ্গেই সন্দীপ পাটিল বলছেন, ‘অক্ষরের জন্য খুবই খারাপ লাগছে। একটা প্লেয়ার চোটের জন্য খেলতে না পারলে সেটা খুবই দুঃজনক। তবে আমি বিষয়টাকে অন্যভাবে দেখছি। কারও চোট অনেক ক্ষেত্রে শাপে বর হয়। ভারতীয় টিমের জন্য যেন তাই হয়েছে। অশ্বিনকে টিমে বেশি প্রয়োজন। আমি চাইছিলাম, অশ্বিন সুযোগ পাক।’


ঘরের মাঠে কি চ্যাম্পিয়ন হতে পারবে ভারত? এই প্রশ্নে অবশ্য সরাসরি কোনও অনুমানে গেলেন না। সন্দীপ পাটিলের মতে, ‘সেমিফাইনালে যেতে পারে ভারত, নিউজিল্যআন্ড, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। এর মধ্যে দক্ষিণ আফ্রিকাকে রাখলাম না। কারণ, বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায়, বড় মঞ্চে ওরা স্নায়ুর চাপে ভেঙে পড়ে। তেমনই পাকিস্তানের ক্ষেত্রে বলব, বাবর আজম দুর্দান্ত ব্য়াটার। নিজের দিনে পাকিস্তান ভয়ঙ্কর টিম। কিন্তু ধারাবাহিকতা নেই। ভারত চ্যাম্পিয়ন হবে, এ কথা এখনই বলা যাবে না। তবে দারুণ ছন্দে রয়েছে। একের পর এক ভালো পারফর্ম করছে। এই ফর্মটা শেষ অবধি ধরে রাখতে হবে।’


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours