৪৮ বলে সেঞ্চুরি করার পথে যশস্বী মেরেছেন ৮টা চার ও ৭টা ছয়। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের হয়ে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড করেছিলেন শুভমন গিল, নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তার আগে এই রেকর্ড ছিল লোকেশ রাহুল, সুরেশ রায়নার। সেই রেকর্ড ভেঙে দিলেন যশস্বী। ২১ বছর ২৭৯ দিনে এই রেকর্ড করে ফেললেন।

Asian Games 2023, Yashasvi Jaiswal: সর্বকনিষ্ঠ হিসেবে নয়া রেকর্ড, এশিয়ান গেমসে মাত্র ৪৮ বলে সেঞ্চুরি যশস্বীর
মাত্র ৪৮ বলে সেঞ্চুরি। এশিয়ান গেমসে সুপারহিট যশস্বী।

হানঝাউ: দিন কয়েক আগে একগুচ্ছ রেকর্ড করে হইচই ফেলে দিয়েছিল নেপাল। সেই টিমের বিরুদ্ধে এশিয়ান গেমসের (Asian Games 2023) কোয়ার্টার ফাইনালে মাত্র ৪৮ বলে সেঞ্চুরি করলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। এশিয়ান গেমসের ক্রিকেটে এই প্রথম খেলছে ভারত। মেয়েদের ক্রিকেট সোনা এসেছে। ভারতের ছেলেরাও সোনার স্বপ্ন নিয়েই যাত্রা শুরু করেছে। আর সেই স্বপ্ন আরও উস্কে দিলেন যশস্বী। ২২ বলে সেঞ্চুরি করেছিলেন বাঁ হাতি ওপেনার। তাঁর দুরন্ত সেঞ্চুরির জোরেই ২০২-৪ তুলল ভারত। যশস্বী অবশ্য টি-টোয়েন্টি কেরিয়ারে প্রথম সেঞ্চুরি করেই আউট হয়ে গিয়েছেন। ভারতীয় টিমকে ২০০-র ওপারে নিয়ে যান রিঙ্কু সিং (Rinku SIngh)। বিস্তারিত।


জেজিয়াং বিশ্ববিদ্যালয়ের মাঠকে ক্রিকেটের জন্য উপযুক্ত বলা যাবে না। বল উঠছে, নামছে, আচমকা টার্ন নিচ্ছে বল। পাড়ার ক্রিকেটে এমন পিচ দেখা যায়। সেখানেই কোয়ার্টার ফাইনাল খেলতে নেমে শুরুতে চাপে পড়ে গিয়েছিল ভারতীয়। ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় ২৩ বলে ২৫ করে ফেরেন। তিলক ভার্মা (২), জিতেশ শর্মারাও (৫) বেশি দূর এগোতে পারেননি। তাতেও খুব একটা সমস্যা হয়নি। যশস্বী একাই এগিয়ে নিয়ে যান টিমকে। যে ছন্দে আইপিএলে দেখা যায় তাঁকে, ঠিক সে ভাবেই খেলে গিয়েছিলেন বাঁহাতি ওপেনার। যশস্বীকে দেখে উচ্ছ্বসিত রোহন গাভাসকর পর্যন্ত বলছিলেন, ‘যশস্বী সর্বোচ্চ পর্যায়ে যে খেলার ক্ষমতা রাখে, সেটা প্রমাণ করে দিয়েছে। ওর মানসিকতা, সেরাটা দেওয়ার চেষ্টা, যশস্বীকে দ্রুত প্রথম সারিতে তুলে এনেছে।’

৪৮ বলে সেঞ্চুরি করার পথে যশস্বী মেরেছেন ৮টা চার ও ৭টা ছয়। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের হয়ে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড করেছিলেন শুভমন গিল, নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তার আগে এই রেকর্ড ছিল লোকেশ রাহুল, সুরেশ রায়নার। সেই রেকর্ড ভেঙে দিলেন যশস্বী। ২১ বছর ২৭৯ দিনে এই রেকর্ড করে ফেললেন।


একদিকে যেমন শুরু যশস্বী, শেষ করলেন রিঙ্কু সিং। কেকেআরের ক্রিকেটার ১৫ বলে ৩৭ করে নট আউট থে
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours