সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গীর কালিগঞ্জ বাজার এলাকায়। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডোমকল এসডিপিও শেখ সামসুদ্দিন। আসে বিশাল পুলিশ বাহিনী।

Murshidabad: পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি,পুজোর মধ্যেই রণক্ষেত্রে মুর্শিদাবাদের জলঙ্গী
এখনও তপ্ত গোটা এলাকা

জলঙ্গী: পুজোর মধ্যেই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি মুর্শিদাবাদের জলঙ্গীতে। ঘটনায় জখম দু’পক্ষের বেশ কয়েকজন। পুলিশকে লক্ষ্য করে চলল ইট বৃষ্টি। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গীর কালিগঞ্জ বাজার এলাকায়। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডোমকল এসডিপিও শেখ সামসুদ্দিন-সহ ডোমকল ও জলঙ্গী থানার বিশাল পুলিশ বাহিনী। 


ঘটনায় এক প্রত্যক্ষদর্শী বলছেন, আমি তো বাজারে আসছিলাম। তখন দেখি মোটরসাইকেল রাখা নিয়ে দু’পক্ষের তুমুল ঝামেলা হয়। সংঘর্ষও শুরু হয়ে যায়। একে অপরের দিকে পাথরও ছুঁড়তে থাকে। মুহূর্তেই তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। পুলিশ আসে। তখন পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকে। সামান্য কথা কাটাকাটি থেকেই এত কাণ্ড হয়ে গেল। এ ঘটনার পরেই বন্ধ হয়ে যায় গোটা বাজার। 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours