সাগরের হেন্দলকেটকীর কাছে বাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষে আহত ৫
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় ২৮ শে অক্টোবর শনিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকের বামনখালীর দিক থেকে একটি বাইকে চেঁপে তিনজন যুবক সাগরের মুড়িগঙ্গার দিকে আসছিল,অপর দিক থেকে সাগরের মুড়িগঙ্গা থেকে যাত্রী নিয়ে একটি টোটো সাগরের বামনখালীর দিকে যাচ্ছিল সেই সময় সাগরের হেন্দলকেটকীর কাছে ওই বাইকটি দ্রুত গতিতে এসে ওই টোটোতে ধাক্কা মারে,ঘটনাস্থলে বাইকে থাকা দুইজন যুবক ও টোটো চালক এবং দুইজন টোটোর যাত্রী গুরুত্বর আহত হয় এরপর তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে,
সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডট কমের ক্যামেরার মাধ্যমে
ষ্টাফ রিপোর্টার সৌরভ মণ্ডল
Post A Comment:
0 comments so far,add yours