দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বকখালীর সমুদ্র সৈকতে কড়া নজরদারি নামখানা ব্লক প্রশাসনের। বেড়াতে আসা পর্যটকদের নামতে দেওয়া হচ্ছে না সমুদ্রে। বকখালি সমুদ্র সৈকতে ব্লক প্রশাসনের তরফে চলছে লাগাতার মাইকিং প্রচার।

সোমবার রাতভর বৃষ্টিপাতের পর মঙ্গলবার সকালে বৃষ্টির পরিমাণ কম থাকলেও সকাল থেকেই কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ। সমুদ্র উপকূলে বইছে ঝড়ো হাওয়া। বেলা বাড়ার সাথে সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজও জেলা জুড়ে জারি রয়েছে হলুদ সর্তকতা। গভীর সমুদ্রে মৎস্য শিকারের ওপর জারি রয়েছে নিষেধাজ্ঞা। জেলার প্রতিটি থানার পক্ষ থেকে উপকূলীয় এলাকায় চলছে মাইকিং প্রচার। পাশাপাশি নামখানা ব্লক প্রশাসনের তরফে বকখালি পর্যটন কেন্দ্রের সমুদ্র সৈকতে চলছে লাগাতার মাইকিং প্রচার। পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে প্রশাসনের তরফে। বকখালি , বালিয়াড়া সহ গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটকদের নামতে দেওয়া হচ্ছে না সমুদ্র স্নানে। এই সকল জায়গার সমুদ্র সৈকতে চলছে লাগাতার মাইকিং প্রচার। বকখালি এবং সাগরের সমুদ্র সৈকতে কড়া নজরদারি রেখেছে সিভিল ডিফেন্সের কর্মীরা।
তবে গত দুদিন ছুটির দিন গুলিতে বকখালী, সাগর সহ মৌসুনিতে বেড়াতে আসা পর্যটকেরা সমুদ্রে নামতে না পেরে যথেষ্ট হতাশ হয়েছেন।
তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সমগ্র পরিস্থিতির উপর নজর রেখেছে জেলা প্রশাসন থেকে শুরু করে প্রতিটি ব্লক প্রশাসন।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours