নিউজিল্যান্ড ম্যাচে তৃতীয় স্পেশালিস্ট পেসার হিসেবে খেলানো হয় মহম্মদ সামিকে। শার্দূলকে বসিয়ে একাদশে আনা হয় সূর্যকুমার যাদবকে। ইংল্যান্ডের বিরুদ্ধে উইনিং কম্বিনেশন ধরে রাখা হয়। ভারতের জয়ের ধারাও অব্যাহত। সুযোগ পেয়েই আগুনে বোলিং মহম্মদ সামির। নিউজিল্যান্ড ম্যাচে নিয়েছিলেন পাঁচ উইকেট। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে আরও মুগ্ধকর বোলিং করেছেন। মাত্র ২২৯ রান ডিফেন্ড করতে নেমে সামির ৪ উইকেট।


মুম্বই: হাফডজন জয়ে বিশ্বকাপ সেমিফাইনাল কার্যত নিশ্চিত। শ্রীলঙ্কা ম্যাচের আগেই নিশ্চিত হয়ে যেতে পারে। ভারতীয় টিমের নজরে আপাতত লিগের বাকি ম্যাচ জিতে শীর্ষস্থানে থাকা। শুধু তাই নয়, নকআউটের জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়াও লক্ষ্য। এর জন্য জয়ের ধারা বজায় রাখা জরুরি। আপাতত টিমে অস্বস্তি একটাই, হার্দিক পান্ডিয়ার না থাকা। বাংলাদেশ ম্যাচে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। দ্রুতই ফিরছেন হার্দিক। স্বাভাবিক ভাবেই টিম ম্যানেজমেন্টের স্বস্তির পাশাপাশি কম্বিনেশন নিয়ে কিছুটা অস্বস্তিও থাকছে। বিস্তারিত জেনে নিন l


হার্দিক ছিটকে যাওয়ায় একাদশে জোড়া পরিবর্তন দেখা গিয়েছিল। ব্যাটিং এবং বোলিং, দুই বিভাগই মজবুত করতে হত। নিউজিল্যান্ড ম্যাচে তৃতীয় স্পেশালিস্ট পেসার হিসেবে খেলানো হয় মহম্মদ সামিকে। শার্দূলকে বসিয়ে একাদশে আনা হয় সূর্যকুমার যাদবকে। ইংল্যান্ডের বিরুদ্ধে উইনিং কম্বিনেশন ধরে রাখা হয়। ভারতের জয়ের ধারাও অব্যাহত। সুযোগ পেয়েই আগুনে বোলিং মহম্মদ সামির। নিউজিল্যান্ড ম্যাচে নিয়েছিলেন পাঁচ উইকেট। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে আরও মুগ্ধকর বোলিং করেছেন। মাত্র ২২৯ রান ডিফেন্ড করতে নেমে সামির ৪ উইকেট। ২ ম্যাচেই ৯ উইকেট তাঁর ঝুলিতে।

টি-টোয়েন্টি ক্রিকেটে সূর্যকুমার যাদবের জুরি মেলা ভার। ওয়ান ডে কেরিয়ার নিয়ে প্রচুর প্রশ্নও উঠেছিল। বিশ্বকাপের স্কোয়াডে তাঁর সুযোগ নিয়েও। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে চাপের মুখে ৪৭ বলে ৪৯ রানের ইনিংসে নজর কেড়েছেন সূর্য। টুর্নামেন্টের বাকি ম্যাচেও তাঁর ওপর ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট। হার্দিক ফিরলেও সামি কিংবা সূর্যকে একাদশের বাইরে রাখা কঠিন। ভারতীয় বোর্ডের দল নির্বাচন কমিটির প্রাক্তন সদস্য যতীন পরাঞ্জপে মনে করছেন, দু-জনই জায়গা ধরে রাখবে। তাহলে বাদ পড়বেন কে?

সংবাদ সংস্থা পিটিআইকে নির্বাচন কমিটির প্রাক্তন এই সদস্য বলেন, ‘সূর্যকুমার যাদব টি-টোয়েন্টিতে কী করতে পারে, সকলেরই জানা। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর ব্যাটিং প্রশংসনীয়। রোহিত ক্রিজে ছিল। সে সময় পরিস্থিতি বুঝে স্ট্রাইক রোটেট করা সূর্যর স্বভাববিরুদ্ধই বলা যায়। আবার যখন আক্রমণ করার মতো পরিস্থিতি এসেছে, শট খেলতে দ্বিধা করেনি। ওর ব্যাটিংয়ের যেন ভিন্নরূপ দেখা গিয়েছে। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে হার্দিক ফিরলে কী হবে? আমার মতে, সূর্য বরং পাঁচে ব্যাট করুক। শ্রেয়সের জায়গায় লোকেশ রাহুলকে চারে সুযোগ দেওয়া হোক।’

টিম ইন্ডিয়ার নম্বর ফোর, শ্রেয়স আইয়ার প্রথম ম্যাচ থেকেই সুযোগ পেয়েছেন। এখনও অবধি ভরসা দেওয়ার মতো ইনিংস নেই শ্রেয়সের ব্যাটে। স্বাভাবিক ভাবেই একাদশে তাঁর জায়গা সঙ্কটে। হার্দিক ফিরলে যা আরও জটিল হবে। টি-টোয়েন্টি স্পেশালিস্ট সূর্য বুঝিয়ে দিয়েছেন, ওয়ান ডে ফরম্যাটে পরিস্থিতি অনুযায়ী ধরেও খেলতে পারেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours