তিনি জানান, ইজরায়েল-হামাস যুদ্ধ পরিস্থিতির মাঝে ভারত ত্রাণ পাঠিয়েছে গাজা স্ট্রিপে। মোট ৩৮ টন খাদ্য ও চিকিৎসা সামগ্রী পাঠানো হয়েছে ইজরায়েলি নাগরিকদের জন্য। ভারত বরাবরই ইজরায়েল ও প্যালেস্তাইনের মধ্যে মধ্যস্থতা করেছে বলেও জানান তিনি। 

Israel-Hamas War: ইজরায়েল হামাসের যুদ্ধ পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপুঞ্জে উদ্বেগ প্রকাশ ভারতের
রাষ্ট্রপুঞ্জে ভারতের প্রতিনিধি।

জেনেভা: ইজরায়েল-হামাসের যুদ্ধ (Israel-Hamas War) নিয়ে উদ্বিগ্ন ভারত (India)। বুধবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে ডেপুটি ভারতের স্থায়ী প্রতিনিধি আর রবীন্দ্র যুদ্ধ পরিস্থিতি ও হাজার হাজার নিরাপরাধ মানুষের প্রাণহানি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে ভারত অত্য়ন্ত উদ্বিগ্ন।


চলতি অক্টোবর মাসের শুরু থেকে ইজরায়েল-হামাসের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে, তাতে আপাতভাবে ইজরায়েলের পাশেই দাঁড়িয়েছে ভারত। তবে প্যালেস্তাইনের নাগরিকদের জন্যও ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে ভারত। যুদ্ধের মাঝেই গাজায় ৩৮ টন খাদ্য় ও মেডিক্যাল সামগ্রী পাঠানো হয়েছে বলে জানান রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি।

মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জে মধ্য় প্রাচ্য়ের পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছিল। তার মধ্যে অন্তর্ভুক্ত ছিল প্যালেস্তাইনের যুদ্ধ পরিস্থিতিও। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ভারতের প্রতিনিধি আর রবীন্দ্র বলেন, “৭ অক্টোবর ইজরায়েলে যে সন্ত্রাসবাদী হামলা হয়েছিল, তা অত্য়ন্ত উদ্বেগজনক ছিল। আমরা এর কড়া নিন্দা করছি। বিশ্বের রাষ্ট্রপ্রধানদের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী অন্যতম ছিলেন, যিনি যুদ্ধে প্রাণহানি নিয়ে শোক প্রকাশ করেছিলেন।”


তিনি আরও বলেন, “ইজরায়েল যখন একের পর এক সন্ত্রাসবাদী হামলার মুখে পড়েছে, তখন আমরা ইজরায়েলের পাশে দাঁড়িয়েছি… যুদ্ধে যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করি আমরা। যুদ্ধে সাধারণ নাগরিকদের প্রাণহানির ঘটনা অত্যন্ত গুরুতর ও উদ্বেগজনক। সকলের উচিত সাধারণ নাগরিক, বিশেষ করে মহিলা ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করায় সবথেকে বেশি গুরুত্ব দেওয়া।”

তিনি জানান, ইজরায়েল-হামাস যুদ্ধ পরিস্থিতির মাঝে ভারত ত্রাণ পাঠিয়েছে গাজা স্ট্রিপে। মোট ৩৮ টন খাদ্য ও চিকিৎসা সামগ্রী পাঠানো হয়েছে ইজরায়েলি নাগরিকদের জন্য। ভারত বরাবরই ইজরায়েল ও প্যালেস্তাইনের মধ্যে মধ্যস্থতা করেছে বলেও জানান তিনি।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours