গত বছর বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পেয়েছিলেন ভারতের মহিলা জ্যাভলিন থ্রোয়ার। এশিয়ান গেমসে আনলেন সোনার পদক। প্রথম তিনটি থ্রোয়ে অবশ্য এর কোনও আভাস পাওয়া যায়নি। চতুর্থ প্রচেষ্টায় চমকে দিলেন। মরসুমের সেরা থ্রো। তার আগে শ্রীলঙ্কার জ্যাভলিন থ্রোয়ার নাদিসা দিলহানি ফেভারিট ছিলেন। তবে অন্নু রানী চতুর্থ প্রচেষ্টায় ছুড়লেন ৬২.৯২ মিটার। এ মরসুমে নিজেকেই ছাপিয়ে গেলেন। তাও আবার এশিয়ান গেমসের বড় মঞ্চে।


হানঝাউ: গত বছর বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পেয়েছিলেন ভারতের মহিলা জ্যাভলিন থ্রোয়ার। এশিয়ান গেমসে আনলেন সোনার পদক। প্রথম তিনটি থ্রোয়ে অবশ্য এর কোনও আভাস পাওয়া যায়নি। চতুর্থ প্রচেষ্টায় চমকে দিলেন। মরসুমের সেরা থ্রো। তার আগে শ্রীলঙ্কার জ্যাভলিন থ্রোয়ার নাদিসা দিলহানি ফেভারিট ছিলেন। তবে অন্নু রানী চতুর্থ প্রচেষ্টায় ছুড়লেন ৬২.৯২ মিটার। এ মরসুমে নিজেকেই ছাপিয়ে গেলেন। তাও আবার এশিয়ান গেমসের বড় মঞ্চে। কাল নামবেন নীরজ। তার আগেই ভারতের ঝুলিতে জ্যাভলিনে সোনা! কিছুক্ষণ আগেই মেয়েদের ৫ হাজার মিটারে সোনা জিতেছিলেন পারুল চৌধুরি। টিম ইন্ডিয়ার দিনের দ্বিতীয় সোনা এল অন্নু রানীর থ্রোয়ে। বিস্তারিত জেনে নিন এর এই প্রতিবেদনে।


এশিয়ান গেমসে প্রথম বার পোডিয়ামে উঠলেন তা নয়। ২০১৪ সালের এশিয়ান গেমসে ব্রোঞ্জ পেয়েছিলেন অন্নু রানি। কিন্তু ২০১৮ সালে জাকার্তা গেমসে ষষ্ঠ স্থানে শেষ করে হতাশা নিয়েই ফিরতে হয়। এ বার সব হতাশা দূর করে দিলেন। মহিলা জ্যাভলিন থ্রোয়ারদের মধ্যে প্রথম ভারতীয় হিসেবে এশিয়ান গেমসে সোনা জয়ের নজির অন্নুর। ২০১৪ সালে অন্নু ব্রোঞ্জ পেয়েছিলেন। তাঁর আগে বারবারা ওয়েবস্টার ১৯৫১ সালে ব্রোঞ্জ, এলিজাবেথ দাভেনপোর্ট ১৯৬২ সালে ব্রোঞ্জ এবং গুরমিত কৌর, ১৯৯৮ সালে ব্রোঞ্জ পেয়েছিলেন।


উত্তরপ্রদেশের মিরাটে জোড়া সোনার উৎসব। ৫ হাজার মিটারে সোনাজয়ী অ্যাথলিট পারুল চৌধুরিও মিরাটের। তাঁর পর মিরাটের আর এক অ্যাথলিট অন্নু রানির সোনার পদক। এ মরসুমে তাঁর সেরা থ্রো ছিল ৫৯.২৪ মিটার। মে মাসে ফেডারেশন কাপে সোনা জিতেছিলে এই থ্রোয়েই। এরপর বেশ কিছু ইভেন্টে হতাশার পারফরম্যান্স হয়। অবশেষে এশিয়ান গেমসে সোনার পদক।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours