দুর্যোগ মোকাবিলায় সুন্দরবনে সব ব্লকে স্থলে ও জলে মাইকিং করে সতর্কতা প্রচার শুরু করেছে পুলিশ প্রশাসন।

নিম্নচাপের জেরে দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে দুর্যোগ অব্যাহত। রাতভর এক নাগাড়ে বৃষ্টি হয়েছে জেলা জুড়ে। এরমধ্যে সুন্দরবন উপকূলে বৃষ্টির পরিমান বেশী। আজ সকাল থেকে বৃষ্টির পরিমান খানিকটা কম থাকলেও নদী ও সমুদ্র উপকূলে বইছে ঝড়ো হাওয়া। মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে আকাশ। আজও সমুদ্র উত্তাল থাকায় আজও নদী ও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। অন্যদিকে দুর্যোগ মোকাবিলায় গতকাল নবান্ন থেকে জেলাশাসক, পুলিশ সুপার, মহকুমাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক হয়। ইতিমধ্যে সুন্দরবনে সব ব্লকে মাইকিং করে সতর্কতা প্রচার শুরু হয়েছে। নামখানাতে নদী পথে সতর্কতামূলক মাইকিং প্রচার করছে নামখানা পুলিশ প্রশাসন। জেলার প্রতিটি ব্লক অফিসে খোলা হয়েছে কন্ট্রোলরুম। বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলি খুলে রাখা দেওয়া হয়েছে আগামী কয়েকদিনের জন্য। সুন্দরবন উপকূলের কাঁচাবাড়ির বাসিন্দাদের ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে প্রচার চলছে। ব্লকে পর্যাপ্ত ত্রাণ মজুত রাখা হচ্ছে। সুন্দরবনের দুর্বল নদী বাঁধ গুলির ওপর নজরদারি রেখেছে সেচ দপ্তর। বড় কোন বিপর্যয় হলে দ্রুত জেলা ও রাজ্য প্রশাসনকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে জেলার সৈকত পর্যটনকেন্দ্রগুলিতে পর্যটকদের সমুদ্র ও নদীতে নামার ওপর নিষেধাজ্ঞা জারী করবে মহকুমা প্রশাসন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours