পর্যটকদের কাছে গঙ্গাসাগর যাত্রা আরও আকর্ষণীয় করে তুলতে এবার ক্রুজ পরিষেবা চালু হলো ডায়মন্ড হারবারে।

 এখন থেকে মাত্র দেড় ঘন্টার মধ্যে ডায়মন্ড হারবার থেকে সহজেই পৌঁছে যাওয়া যাবে সাগরদ্বীপে,দুই অক্টোবর সোমবার থেকে সাধারণ যাত্রীদের জন্য এই পরিষেবা চালু হয়েছে,এই পরিষেবা পাওয়া যাবে সপ্তাহে তিন দিন শুক্রবার, শনিবার, রবিবার, কিন্তুু গঙ্গাসাগর মেলার সময় এই পরিষেবা মিলবে প্রতিদিনই দিনে দুবার, ডায়মন্ড হারবার এবং গঙ্গাসাগরে পর্যটকদের ভিড় বাড়ানোর জন্যই মূলত এই পরিষেবা চালু করা হলো,এই পরিষেবা চালু হওয়ায় খুশি ডায়মন্ড হারবারে আগত পর্যটকরা,

এই ক্রুজের মধ্যে রয়েছে শীততাপনিয়ন্ত্রণ দুটি কেবিন। সব মিলিয়ে দেড়শর বেশি যাত্রী আসন রয়েছে। যাওয়া এবং আসার জন্য আলাদা আলাদা করেও বুকিং করতে পারবেন পর্যটকরা। অনলাইনের পাশাপাশি অফলাইনেও টিকিট কাটার সুযোগ থাকছে। আপতত সপ্তাহে তিন দিন এই পরিষেবা চালু থাকবে। ডায়মন্ড হারবারের পোর্ট ট্রাস্টের জেটি থেকে হুগলি নদী ধরে ক্রুজটি যাবে সাগরদ্বীপের কচুবেড়িয়া ঘাটে। একই পথে আবার ফিরেও আসবে। পুজোর মুখে এই ক্রুজ পরিষেবা চালু হওয়ায় সাগরদ্বীপ যাত্রা যেন হাতের মুঠোয় চলে এসেছে

ষ্টাফ রিপোর্টার  মুন্না সরদার
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours