প্রসঙ্গত, এবারের পুজোয় কার্যত কলকাতার নানা প্রান্তে ঘুরেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। অষ্টমীর সকালে যেমন গিয়েছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের পুজোয়, তেমনই আবার গিয়েছেন সুজিত বোসের শ্রীভূমির পুজোতে।

Dashami Wishes From Governor: ‘রামের আশীর্বাদে সকলের জীবন সমৃদ্ধ হোক’, দশমীর শুভেচ্ছা রাজ্যপালের
উমার বিদায়বেলায় শুভেচ্ছা বার্তা রাজ্যপালের

কলকাতা: সকালেই দেশবাসীকে বিজয়া দশমীর শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহও। এরইমধ্যে এবার বঙ্গবাসীকে বিজয়া দশমীর শুভেচ্ছা বার্তা জানালেন বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস। X হ্যান্ডেলে (পূর্বে টুইটার বলে পরিচিত) তিনি লেখেন, ‘সকলকে সুখের উষ্ণতায়, সমৃদ্ধির আভায়, এবং সাফল্যের মাধুর্যে ভরা দশেরার শুভেচ্ছা! ভগবান রাম এই আনন্দের দিনে তাঁর আশীর্বাদে আমাদের সকলের জীবনকে সমৃদ্ধ করুন!’


প্রসঙ্গত, এবারের পুজোয় কার্যত কলকাতার নানা প্রান্তে ঘুরেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। অষ্টমীর সকালে যেমন গিয়েছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের পুজোয়, তেমনই আবার গিয়েছেন সুজিত বোসের শ্রীভূমির পুজোতে। অন্যদিকে এবার আবার রাজভবনের তরফে সেরা পুজোকে পুরস্কৃত করা হচ্ছে রাজভবনের তরফে। বেছে নেওয়া হচ্ছে সেরার সেরা পুজোকে। বাংলার সেরা দুর্গাপুজো মণ্ডপকে বাঙালিয়ানা পুরস্কার দিচ্ছেন সিভি আনন্দ বোস। এদিনই বিজয়ীর নাম ঘোষণা করা হবে। দেওয়া হবে ৫ লক্ষ টাকার পুরস্কার। 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours