সুন্দরবনের প্রত্যন্ত দীপ অঞ্চল মৌশুনীতে পুজোয় আদিবাসীদের মুখে হাসি ফোটাতে উদ্যোগ নিল পুলিশ।
সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও এর হার্দিক উৎসাহে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার আয়োজনে ও রূপায়নে সমর্পণ সেবা টেস্টের সহযোগিতায় মৌশুনীতে আদিবাসীদের বস্ত্র বিতরণ করা হলো। এদিন ৮০ জন দুস্থ ছোট ছোট আদিবাসী ছেলেমেয়েদের বস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন ফেজারগঞ্জ কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিকক হৃদি সরকার। এ বিষয়ে সমর্পণ সেবা ট্রাস্টের অভিষেক ঘোষ বলেন ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক হৃদি সরকারের উদ্যোগে মৌসুনীতে বস্ত্র বিতরণ করা হলো।
Post A Comment:
0 comments so far,add yours