গঙ্গাসাগরের মহিষামারী এলাকায় নদীর বাঁধে হঠাৎ করে ধস নামায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়,

টানা বৃষ্টি ও জলোচ্ছ্বাসের জেরে ৪ঠা অক্টোবর বুধবার দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকের গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের অধীন মহিষামারী গ্রামের হুগলি নদীর বাঁধে হঠাৎ করে বড়সড় ধস নামে। প্রায় ১০০ মিটার মাটির বাঁধ নদীগর্ভে তলিয়ে যেতে শুরু করেছে,ওই নদী বাঁধের পাশেই রয়েছে গ্রাম। প্রচুর জনবসতি। বাঁধ ভেঙে গ্রামে জল ঢোকার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা, দ্রুত নদী বাঁধ মেরামতির দাবি করেছেন ওই এলাকার স্থানীয় বাসিন্দারা,

এদিন ওই বিষয়ে ওই এলাকার স্থানীয় বাসিন্দারা কাকদ্বীপ ডট কমের ক্যামেরার সামনে কি বললেন শুনুন

এদিন ওই বিষয়ে গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের মহিষামারি এলাকার ১২৪ নং বুথের পঞ্চায়েত সদস্য বিকাশ দাস আমাদের কাকদ্বীপ ডট কমের ক্যামেরার সামনে কি বললেন শুনুন

সেদিন ওই বিষয়ে গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হরিপদ মন্ডল আমাদের কাকদ্বীপ ডট কমের ক্যামেরার সামনে কি বললেন শুনুন

ষ্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours