বকখালি পর্যটনকে আরো আকর্ষণীয় করে তুলতে ও নামখানার মানুষের যাতায়াতের সুবিধার্থে নামখানা ব্রিজ নির্মাণ করা হয়।
কয়েক বছর আগে নামখানার হাতানিয়া ও দোয়ানিয়া নদীর উপর এই ব্রিজ নির্মাণ করা হয়। ব্রিজ উদ্বোধনের পর থেকেই দ্বিতীয় হুগলী সেতুর আদলে তৈরি হওয়া এই ব্রিজ ছোট বড় সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল। ব্রিজের মাঝখান দিয়ে গাড়ি চলাচলের জায়গা ও দুপাশে রয়েছে ফুটপাত। বিকেল হলেই পার্কের জায়গা হয়ে উঠেছিল এই ব্রিজ। ব্রিজের উপর দাঁড়িয়ে নামখানা হতানিয়া দোয়ানিয়া নদীর সৌন্দর্য দেখার জন্য ভিড় জমাত বহু মানুষ। ছবিও তুলতেন। বিশেষ করে নামখানা ব্রিজ প্রেমিক যুগলদের একটি আকর্ষণীয় জায়গা হয়ে উঠেছিল। বহু মানুষ এই ব্রিজের ওপর রিলস ও বানিয়েছেন। অনেক সময় দেখা যেত ব্রীজের রেলিং এর ওপর উঠে ঝুঁকিপূর্ণভাবে ছবি তুলতে। যা একটু অসাবধান হলেই বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। অপরদিকে নামখানা ব্রিজের দুই দিকে সিড়ি লাগে অবৈধভাবে টোটো গুলি দাঁড়িয়ে থাকতো। আর যার কারণে প্রায় সই দুর্ঘটনা ঘটতো। এবার এগুলির বিরুদ্ধে কঠোর হলো নামখানা পুলিশ প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে নামখানা ব্রিজে ছবি তোলা ও গাড়ি দাঁড়ানো বন্ধ করা হলো। নামখানা ব্রিজকে নো সেলফি, নো পার্কিং, নো স্টপিং বলে ঘোষণা করল প্রশাসন। ইতিমধ্যে ব্রিজে বাতি স্তম্ভ গুলিতে লিখে দেওয়া হয়েছে। ব্রিজে ২৪ ঘন্টা নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে এই নিয়মগুলি না মানা হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশের এমন পদক্ষেপ কে স্বাগত জানিয়েছেন সবাই। তবে নো সেলফি জোন ঘোষণা করায় মন খারাপ প্রেমিক যুগলদের।
Post A Comment:
0 comments so far,add yours