মৃতের পরিবারের লোকেদের দাবি, পৈতৃক ভিটেয় সীমানা নিয়ে দুই ভাই নিজামউদ্দিন ও মহম্মদ কলিমউদ্দিনের মধ্যে বিবাদ চলছিল। এদিন তা চরমে ওঠে। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ মহম্মদ কলিমুদ্দিন তাঁর ছোট ভাই নিজামুদ্দিনকে গুলি করে বলে অভিযোগ।
Murder: ফের গুলি উত্তর দিনাজপুরে, ভর সন্ধ্যায় দাদার হাতে ‘খুন’ ভাই
ব্যাপক উত্তেজনা এলাকায়
গোপালপুর: উত্তর দিনাজপুরে ফের চলল গুলি। জমি সংক্রান্ত বিবাদে ভাইকে গুলি করার অভিযোগ দাদার বিরুদ্ধে। ঘটনাস্থল উত্তর দিনাজপুরের করনদিঘি থানার হলদিবাড়ি গোপালপুর গ্রাম। মৃতের নাম মহম্মদ নিজামউদ্দিন। বয়স আনুমানিক ২৭ বছর। বাড়ি করনদিঘি থানার দোমহনা গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি গোপালপুর গ্রামে।
মৃতের পরিবারের লোকেদের দাবি, পৈতৃক ভিটেয় সীমানা নিয়ে দুই ভাই নিজামউদ্দিন ও মহম্মদ কলিমউদ্দিনের মধ্যে বিবাদ চলছিল। এদিন তা চরমে ওঠে। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ মহম্মদ কলিমুদ্দিন তাঁর ছোট ভাই নিজামুদ্দিনকে গুলি করে বলে অভিযোগ। তাঁর বুকের ডান দিকে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
Post A Comment:
0 comments so far,add yours