বৃহস্পতিবার ভোর রাত থেকে শুরু হয়েছে ভাঙন। যার জেরে তলিয়ে গিয়েছে প্রায় ২০ থেকে ২৫টি বাড়ি। শুধু বাড়ি বলা ভুল, কৃষি জমি থেকে শুরু করে গাছপালা সহ বিভিন্ন সামগ্রী তলিয়ে যাচ্ছে গঙ্গায়। বিলীন হয়ে যাচ্ছে একের পর এক মাটির বাঁধ।

Ganga Erosion: গঙ্গা গিলে খেল একের পর এক বাড়ি, হাহাকার মুর্শিদাবাদের গোটা গ্রাম
নদী গিলেছে ওদের সবটুকু

সামশেরগঞ্জ: টপটপ করে বৃদ্ধের চোখ থেকে পড়ছে জল, কেউ আবার মাটি থেকে শেষ সম্বলটুকু কুড়িয়ে নিতে ব্যস্ত। ঠিক এই ছবিই দেখা গেল মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। কারণ গঙ্গাবঙ্গে তলিয়ে যাচ্ছে একের পর এক বাড়ি। কোনও রকমে প্রাণ হতে নিয়ে পালিয়ে যাচ্ছেন সেখানে বসবাসকারী মানুষজন। তবে যাওয়ার আগে নিজের বসত ভিটে থেকে যেটুকু কুড়িয়ে নেওয়া যায় সেই চেষ্টাই অব্যাহত।


বৃহস্পতিবার ভোর রাত থেকে শুরু হয়েছে ভাঙন। যার জেরে তলিয়ে গিয়েছে প্রায় ২০ থেকে ২৫টি বাড়ি। শুধু বাড়ি বলা ভুল, কৃষি জমি থেকে শুরু করে গাছপালা সহ বিভিন্ন সামগ্রী তলিয়ে যাচ্ছে গঙ্গায়। বিলীন হয়ে যাচ্ছে একের পর এক মাটির বাঁধ।

গোটা ঘটনায় রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের উত্তর চাঁচন্ড গ্রামজুড়ে। ভাঙনের আতঙ্কে বাড়িঘর ছেড়ে অন্যত্র পালাচ্ছেন স্থানীয় কয়েক’শ’পরিবার। নিজ নিজ সামগ্রী নিয়ে পালানোর হিড়িক পড়েছে গ্রামজুড়ে। হতভম্ব অবস্থায় আবদুল করিম বলেন, “আমাদের টাকা-পয়সা সব কিছু চলে গেল। কিছুই করতে পারলাম না। আমরা কোথায় যাব এখন? বাড়ি ঘর নেই, কী করব বুঝতে পারছি না। কাগজপত্র কিচ্ছু নেই।” বৃদ্ধ কাশিম করিম বলেন, “আমরা রাতে ঘুমোচ্ছি। কিছুই জানতে পারিনি। এরপর বাইরে থেকে ডাকল বাড়িঘর সব ভেসে গিয়েছে তোমরা বাইরে থেকে বের হও। তারপর দেখছি বাড়িঘর পুরো বসে গেছে। কিছু নিয়ে বেরোনোর আগে সব শেষ।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours