আজ মহাপঞ্চমী এই পঞ্চমীতে উদ্বোধন হলো বকখালি পল্লী সমাজ দুর্গা উৎসব পুজো কমিটির মন্ডপ আজ অর্থাৎ নামখানা ব্লকের বকখালি পল্লীসমাজ দূর্গা উৎসব কমিটির পূজা মন্ডপ উৎপাদন করতে এলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা
এবং উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি সীমন্ত কুমার মালি উপস্থিত ছিলেন নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস উপস্থিত ছিলেন হরিপুর গ্রাম পঞ্চায়েতে প্রাক্তন প্রধান ধীরেন কুমার দাস উপস্থিত ছিলেন ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান কাশীনাথ জানা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণেরা এদিন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বকখালি পল্লী সমাজ মন্ডলের ফিটে কেটে পাশাপাশি প্রদীপ প্রজনন করে শুভ সূচনা করে বকখালি পল্লীসমাজের উদ্যোগে এই মহা পঞ্চমীতে খোলা হয়েছে, রক্তদান শিবির সুন্দরবন উন্নয়ন মন্ত্রী রক্তদান শিবিরে ফ্রিতে কেটে শুভ সূচনা করেন
Post A Comment:
0 comments so far,add yours