গোপালগঞ্জের পুলিশ সুপার বলেন, "সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ রাজা দল পুজো মণ্ডপের গেটের মুখে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। ভিড়ের চাপে একটি শিশু কোল থেকে পড়ে যায়। তাঁকে মাড়িয়ে দিয়ে চলে যান আগত দর্শনার্থীরা। দুই মহিলা ওই শিশুটিকে উদ্ধার করার চেষ্টা করেন, কিন্তু ভিড়ের চাপে তাঁরাও পদপিষ্ট হন।"

Bihar Stampede: নবমীতে প্যান্ডেলে উপচে পড়া ভিড়, পদপিষ্ট হয়ে মৃত শিশু সহ ৩
আহতদের আনা হচ্ছে হাসপাতালে।

পটনা: দুর্গা ঠাকুর দেখতে গিয়ে মর্মান্তিক পরিণতি। প্যান্ডেলের ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হল এক শিশু ও দুই মহিলার। গুরুতর আহত হয়েছেন কমপক্ষে আরও ১০ জন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বিহারের গোপালগঞ্জের একটি দুর্গা মণ্ডপে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার, নবমীর রাতে গোপালগঞ্জের রাজা দল দুর্গাপুজো প্যান্ডেলে পদপিষ্ট হওয়ার ঘটনাটি ঘটেছে। দুর্গাপুজোর নবমী ও নবরাত্রি হওয়ায় বিপুল জনজোয়ার হয়েছিল, কিন্তু প্যান্ডেলে ভিড় সামাল দেওয়ার জন্য কোনও নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়নি। অব্য়বস্থার জেরেই পদপিষ্ট হওয়ার ঘটনাটি ঘটে। পদপিষ্ট হয়ে কমপক্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ১০ জন। তাদের সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours