স্কুল চলাকালীন ক্লাসরুমের সিলিংয়ের প্লাস্টার হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় গুরুতর জখম ৩ পড়ুয়া। আজ বেলা একটা নাগাদ ঘটনাটি ঘটে নামখানা ব্লকের মৌসুনির কুসুমতলা বালিয়াড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে।
জখম ৩ পড়ুয়াকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখমরা দ্বিতীয় শ্রেণির পড়ুয়া। ক্লাসে ২৩ জন পড়ুয়া ছিল। দুটি পিরিয়ডের মাঝখানে দুর্ঘটনাটি ঘটায় শিক্ষক ছিলেন না। আজ বেলা একটা নাগাদ হঠাৎ বিকট একটি আওয়াজ পেয়ে স্কুলে চলে আসে অভিভাবক ও স্থানীয়রা। এসে দেখে স্কুলের দোতলার একটি ক্লাসরুমের সিলিংয়ের বেশ খানিকটা প্লাস্টার ভেঙে পড়েছে। কয়েকজন পড়ুয়া সেই প্লাস্টারের ভাঙা অংশের আঘাতে রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে। অন্য পড়ুয়ার ভয়ে কাঁদতে শুরু করেছে। তড়িঘড়ি উদ্ধার করা হয় সব পড়ুয়াকে। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে স্কুল চত্বরে। নিম্নমানের সামগ্রী দিয়ে স্কুল ঘর নির্মাণের অভিযোগ অভিভাবকদের। স্কুলের মধ্যে শিক্ষক-শিক্ষিকাদের আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছে অভিভাবক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর থেকে বন্ধ স্কুলের পঠনপাঠন। ঘটনাস্থলে পৌঁছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ওসি ঋদ্ধিমান সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পুলিশি হস্তক্ষেপে অবশেষে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বিক্ষোভ তুলে নেয় অভিভাবক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা।
Post A Comment:
0 comments so far,add yours