শহর কলকাতার পুজো মন্ডপ গুলির সঙ্গে পাল্লা দিয়ে থিমের পুজোয় মেতে উঠেছে প্রত্যন্ত সুন্দরবনের দ্বীপাঞ্চল সাগরদ্বীপ

গোটা সাগর ব্লক জুড়ে একের পর এক চোখ ধাঁধানো পূজো মণ্ডপ। তারি মধ্যে বিশেষ নজর কেড়েছে সাগরের বামনখালি সর্বজনীন দুর্গোৎসব কমিটির পূজো মণ্ডপ,একাশি তম বর্ষে পদার্পণ করেছে বামনখালি সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো আর ৮১ তম বর্ষে তাদের ভাবনা গুজরাটের অক্ষধাম মন্দির,গুজরাটের অক্ষধাম মন্দিরের আদলে তৈরি হয়েছে এই পুজো মণ্ডপ,সাবেকিয়ানার পরম্পরাকে বজায় রেখে মন্ডপের মধ্যে রয়েছে সাবেকিয়ানায় তৈরি মাটির দুর্গা প্রতিমা সাগরের বামনখালিতে গোটা পুজো মণ্ডপ জুড়ে রংবেরঙের আলোর ছটা। সপ্তমীর সন্ধ্যে থেকে বামনখালি সর্বজনীন দুর্গোৎসব কমিটির পূজো মন্ডপ এবং প্রতিমা দেখতে ভিড় জমিয়েছে সাগরের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার দর্শনার্থীরা

স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours