প্রসঙ্গত, একদিন আগেই তিস্তায় হড়পা বানে ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে পড়েছিল উত্তরবঙ্গ। সেই রেশ এখনও কাটেনি। বিধ্বস্ত সিকিম থেকে বাংলার বিস্তৃর্ণ এলাকা। সূত্রের খবর, তিস্তার জলে ভেসে আসা মর্টার বাড়িতে এনেছিলেন এক ব্যক্তি।

Maynaguri Blast: তিস্তার জলে ভেসে এসেছিল মর্টার, বাড়িতে আনতেই বিস্ফোরণ, ময়নাগুড়িতে প্রাণ গেল ২ শিশুর
ব্য়াপক উত্তেজনা এলাকায়

ময়নাগুড়ি: ভর সন্ধ্যায় ময়নাগুড়িতে (Maynaguri) ভয়াবহ বিস্ফোরণ। ময়নাগুড়ির চাপাডাঙা পোস্ট অফিসের কাছে এই বিস্ফোরণটি হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। সূত্রের খবর, ঘটনায় মৃত্যু হয়েছে ২ শিশুর। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। প্রসঙ্গত, একদিন আগেই তিস্তায় হড়পা বানে ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে পড়েছিল উত্তরবঙ্গ। সেই রেশ এখনও কাটেনি। বিধ্বস্ত সিকিম থেকে বাংলার বিস্তৃর্ণ এলাকা। সূত্রের খবর, তিস্তার জলে ভেসে আসা মর্টার বাড়িতে এনেছিলেন এক ব্যক্তি। 


সেই মর্টারই আচমকা তীব্র শব্দে ফেটে যায় বলে খবর। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ শিশুর। আহত হন ৪ জন। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। খবর গিয়েছে পুলিশে। 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours