গণ্ডগোলের জেরে বন্ধ পান বিক্রি কাকদ্বীপ পান আড়তে
পহেলা অক্টোবর রবিবার থেকে পাইকারি বাজারে ৫০টি গোছের পান বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল রাজ্যের কৃষি বিপনন দপ্তর,কিন্তুু এই সিদ্ধান্তে এক শ্রেণির পানচাষী রাজি নয়,কাকদ্বীপের পান আড়ত গুলিতে পান বিক্রির ডাক শুরু হতেই সরকারের পক্ষ থেকে একজন সরকারী কর্মী ও বেশ কয়েকজন পান চাষী মিলে পাইকারদের একাংশের মধ্যে বচসা শুরু হয় এরপর পান আড়তের পাইকারিরা পান আড়তে পান কেনা বন্ধ করে দেয়,
এরপর দীর্ঘ সময় পান চাষীদের পান না বিক্রি হয়ে পান আড়তে পান পড়ে থাকে,চাষীদের পান না বিক্রি হয়ে আড়তে পড়ে থাকায় ওই সমস্ত পান চাষিরা ক্ষিপ্ত হয়ে সরকারের পক্ষ থেকে আসা, ওই সরকারী কর্মী ও ওই সরকারি কর্মীর সঙ্গে আসা বেশ কয়েকজন পান চাষীর মধ্যে বচসা ও হাতাহাতিতে ব্যাপক উত্তেজনা ছড়ালো দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপের পান আড়তে। গণ্ডগোলের জেরে বন্ধ পান বিক্রি। পরিস্থিতি সামাল দিতে কাকদ্বীপ থানার পুলিশ পৌঁচেছে। পানচাষী, আড়তদার ও পাইকারিদের মধ্যে সমাধান সূত্র বের করতে বৈঠকে বসার নির্দেশ দিয়েছে প্রশাসন। প্রায় হাজারের বেশী পানচাষী পান বিক্রির অপেক্ষায়।
রবিবার ওই বিষয়ে আমাদের ক্যামেরার সামনে পান চাষীরা কি বললেন শুনুন
স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Post A Comment:
0 comments so far,add yours