সুন্দরবনের উপর দিয়ে বয়ে গেছে একের পর এক ঘূর্ণিঝড় বাদ যায়নি মৌশুনী দ্বীপ। বারে বার ঘুরে দাঁড়িয়েছে মৌসুমী দ্বীপ।
কিন্তু এই মৌসুমী দ্বীপের বেশ কিছু পরিবার রয়েছে তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। মায়ের আগমন তাদের মনে আর আনন্দ জাগায় না। কারণ মৌশুনী দ্বীপে বহু পরিবার রয়েছে যারা এই পুজোতে বাড়ির ছোটো ছোটো ছেলেমেয়েদের নতুন জামা কিনে দেওয়া তো দুরস্থ দুবেলা খাওয়ার জোটাতেও হিমশিম খেতে হয়। এবার এইসব পরিবারের যাতে পুজোর আনন্দ ফিরে আসে তার উদ্যোগ নিল কলকাতার বালিগঞ্জের নিধা , মাইকা, অর্না , স্বরনিকা , সমৃদ্ধি , মৈনাক , অভিস্পা , শ্রেয়াঙ্গশি, টোটোন , মানস। নিজেদের পুজোর কিছু খরচা বাচিয়ে আর কাছের আত্মীয় স্বজনের কাছ থেকে আর্থিক সাহায্য নিয়ে এইসব পরিবারের ছোটো ছোটো ছেলে মেয়েদের হাতে নতুন জামা প্যান্ট তুলে দেওয়া হয়। এদিন প্রায় আড়াইশো জন ছোটো ছোটো ছেলে মেয়েদের হাতে জামা প্যান্ট তুলে দেওয়া হয়। এ বিষয়ে কলকাতার এক বাসিন্দা, শিখা দাস বলেন আমরা গত ৯ বছর ধরে এই উদ্যোগ নিয়ে চলেছি। এর আগে আমরা কলকাতাতে দিতাম। কিন্তু আমরা বিভিন্ন সময় দেখি যে মৌশুনী দ্বীপ বারে বারে বিপর্যস্ত হচ্ছে। তার জন্যই আমরা মৌশুনী দ্বীপকে বেছে নিয়েছি। আমরা হিন্দু মুসলমান সবাইকে এই নতুন জামা প্যান্ট দিচ্ছি। ধর্মটা যার যার হলেও উৎসবটা সবার। সবাই এই উৎসবে মেতে উঠুক আমরাও চাই। আগামীতে আরো বেশি করে মানুষের পাশে দাঁড়াতে পারি সেই চেষ্টাই করবো।
Post A Comment:
0 comments so far,add yours