সুন্দরবন পুলিশ জেলার নামখানা থানার উদ্যোগে নামখানার সাত মাইলে দুস্থ গরীব মানুষদেরকে বস্ত্র বিতরণ করা হল। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
সাগরের এসডিপিও দীপাঞ্জন চ্যাটার্জি, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্রীমন্ত কুমার মালি। দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের সদস্য অখিলেষ বারুই। নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিভাস সরকার, ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক ঋদ্ধি সরকার, এসআই বাবলু বৈদ্য সহ রাজ্য পুলিশের ব্যাচ নাম্বার ১৬৫/১৯৯৩ গ্রুপের সদস্যরা।
এই প্রসঙ্গে সাগরের এসডিপিও দীপাঞ্জন চ্যাটার্জী বলেন, সুন্দরবন পুলিশ জেলার । নামখানা থানার পক্ষ থেকে আজ আমরা , মানুষের মধ্যে যে পুলিশ মানে ভয় সেটা দূর করতে এবং দুস্থ মানুষ ও কচি কাঁচাদের সাথে পুজোর আনন্দ ভাগ করে নিলাম এবং তাদের হাতে কিছু নতুন বস্ত্র তুলে দিতে পেরে আমরা আনন্দিত পুলিশকে ভয় পাবে তারাই যারা সমাজের দোষী অপরাধীরা।
Post A Comment:
0 comments so far,add yours