জল সংকট রুখতে নতুন ভাবে উদ্যোগ নিল ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েত
সারা বিশ্বের কাছে এই মুহূর্তের অন্যতম বড় সমস্যা হল পানীয় জলের সংকট। রাষ্ট্র সংঘের ঘোষণা অনুযায়ী আগামী কয়েক দশকের মধ্যে পৃথিবীর প্রায় ৪০ শতাংশ মানুষকে পানীয় জলের অভাবে ভুগতে হবে। এই পরিস্থিতির কথা মাথায় রেখে দঃ২৪ পরগনার সাগর ব্লকের ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েত এগিয়ে এল জল সংরক্ষণ ও ভূগর্ভস্থ জলের সঠিক ব্যবহার সুনিশ্চিত করার কাজে। মূলত এই বিষয় নিয়েই আজ গ্রামবাসীদের নিয়ে গ্রাম পঞ্চায়েতে আয়োজন করল এক "বিশেষ গ্রাম সভার। নদী ভাঁঙ্গনে জর্জরিত দ্বীপটিতে ইতিমধ্যেই জল জীবন মিশনের বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছনোর কাজ শেষ হয়েছে। নিত্য দিনের ব্যবহারের জন্য নলকূপের পাশাপাশি নল বাহিত জল পেয়ে এলাকার মানুষজন খুশি হলেও আশঙ্কার আভাস পেয়েছে গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। কারণ ভূগর্ভস্থ জলের অপরিমিত ব্যবহারে দ্রুত নেমে যেতে পারে মাটির নীচের জলস্তর। তাই সেই ভূগর্ভস্থ জলের ভান্ডার পূরণ করার জন্য প্রতিটি নলকূপ ও ট্যাপকলে চাতাল ও সোকপিট নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে গ্রাম পঞ্চায়েত। আজকের গ্রাম সভার শেষে এ প্রসঙ্গে গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও বর্তমান বোর্ডের উপপ্রধান সঞ্জীব সাগর বলেন,
আজ গ্রাম সভার আগে এই বিষয়ের ওপর এক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে গ্রাম পঞ্চায়েত, এলাকার বিভিন্ন স্কুলের প্রায় আশি জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়।দুনিয়া জোড়া এই সঙ্কটময় পরিবেশে এই সব কচিকাঁচার রং-তুলিতে ফুটে ওঠা জল সংরক্ষণের ভাবনা নিশ্চিত ভাবেই সঞ্চারিত হবে সবার মধ্যে- এ বিষয়ে প্রত্যয়ী ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েত।
স্টাফ রিপোর্টার সৌরভ মণ্ডল
Post A Comment:
0 comments so far,add yours