এ বারের এশিয়ান গেমসে ভারতের লক্ষ্য একশোর বেশি পদক। গত বার ৭০টি পদক জিতেছিল টিম ইন্ডিয়া। হানঝাউ এশিয়ান গেমসে ভারতের ৬৫৫ জন অ্যাথলিট অংশ নিচ্ছেন। এই ইভেন্টে এখনও অবধি ভারতের সবচেয়ে বড় টিম এটিই। স্বাভাবিক ভাবেই প্রত্যাশাও বেশি। এশিয়ান গেমসে ভারতের শেফ দে মিশন ভূপিন্দর সিং বাজওয়া সংবাদ সংস্থা হরমনপ্রীত ও লভলিনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নয়াদিল্লি: এশিয়ান গেমসে দলগত ইভেন্ট শুরু হয়ে গিয়েছে। তবে গেমসের উদ্বোধনী অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বইবেন পুরুষ হকি টিমের ক্যাপ্টেন হরমনপ্রীত সিং এবং বক্সার লভলিনা বরগোহাইন। এ দিন ভারতীয় অলিম্পিক সংস্থার তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুগ্মভাবে পতাকা বইবেন হরমনপ্রীত ও লভলিনা। হকিতে সদ্য এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেতাব জিতেছে ভারত। অনবদ্য পারফর্ম করেছে ভারতীয় হকি দল। এশিয়ান গেমসেও নজর থাকবে তাদের দিকে। তেমনই ব্যক্তিগত ইভেন্টে নজর লভলিনার দিকে। বিস্তারিত জেনে নিন এর এই প্রতিবেদনে।
এ বারের এশিয়ান গেমসে ভারতের লক্ষ্য একশোর বেশি পদক। গত বার ৭০টি পদক জিতেছিল টিম ইন্ডিয়া। হানঝাউ এশিয়ান গেমসে ভারতের ৬৫৫ জন অ্যাথলিট অংশ নিচ্ছেন। এই ইভেন্টে এখনও অবধি ভারতের সবচেয়ে বড় টিম এটিই। স্বাভাবিক ভাবেই প্রত্যাশাও বেশি। এশিয়ান গেমসে ভারতের শেফ দে মিশন ভূপিন্দর সিং বাজওয়া সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘অনেক আলোচনার পর আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি। উদ্বোধনী অনুষ্ঠানে দু-জন পতাকাবাহক থাকবে। হকি টিমের ক্যাপ্টেন হরমনপ্রীত সিং ও বক্সার লভলিনা বোরগোহাইন।’
গত এশিয়ান গেমস অর্থাৎ ২০১৮ সালে জাকার্তায় উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক ছিলেন তারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। ভারতের স্টার বক্সার লভলিনা বোরগোহাইন টোকিও অলিম্পিকে ৬৯ কেজি ক্যাটেগরিতে ব্রোঞ্জ পদক জেতেন। এ বছর নয়াদিল্লিতে মেয়েদের বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন লভলিনা। আর এক পতাকা বাহক হরমনপ্রীত দেশের অন্যতম সেরা ড্র্যাগ ফ্লিকার। টোকিও গেমসে ঐতিহাসিক ব্রোঞ্জ জিতেছে ভারতীয় হকি দল। কিছুদিন আগেই এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। এশিয়ান গেমসে ভারতীয় হকি দলের কাছে প্রত্যাশা বাড়িয়েছে সাম্প্রতিক পারফরম্যান্স।
Post A Comment:
0 comments so far,add yours