দমদমের পাঁচ নম্বর লাইনে ডাউন কল্যাণী মাঝেরহাট লোকাল লাইনচ্যুত হয়। একটি বগি ট্র্যাকের বাইরে চলে এসেছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই বলে দাবি রেলের। 

Dumdum Train Derailed: দমদমে লাইনচ্যুত লোকাল ট্রেন! ঘটনাস্থলে রেলকর্মীরা
দমদমে লাইনচ্যুত লোকাল ট্রেন (ফাইল ছবি)

কলকাতা: অফিস টাইমে দমদমে লাইনচ্যুত লোকাল ট্রেন। দমদমের পাঁচ নম্বর লাইনে ডাউন কল্যাণী মাঝেরহাট লোকাল লাইনচ্যুত হয়। একটি বগি ট্র্যাকের বাইরে চলে এসেছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই বলে দাবি রেলের।সূত্রের খবর, দমদম স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্ম ঢোকার পর , ছেড়ে যাওয়ার সময় চাকা লাইনচ্যুত হয়। ট্রেন নম্বর 30128, বগি নম্বর – 602067। ট্রেনের পাঁচ নম্বর বগির চাকা লাইনচ্যুত হয়েছে বলে খবর। ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ।




ঘটনার জেরে ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা। মেরামতির কাজ শুরু হয়েছে। তবে প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েছেন যাত্রীরা। এমনিতেই অফিস টাইমে ট্রেনে থাকে ঠাসা ভিড়। দমদমে প্রচুর যাত্রী ওঠানামা করেন। তাঁদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। লাইন মেরামতিতে বেশ কিছুক্ষণ সময় লাগবে বলে জানাচ্ছেন আধিকারিকরা।


Dumdum local train 2
দমদমে লাইনচ্যুত লোকাল ট্রেন

এক রেল যাত্রী বলেন, “আচমকাই একটা প্রচণ্ড ঝাঁকুনি হয়। কিছু বুঝে ওঠার আগেই আমরা একে ওপরের ঘাড়ে গিয়ে পড়ি। তখন ব্যাপারটা সেভাবে বুঝতেই পারিনি। ট্রেন দাঁড়িয়ে যায়। অনেকেই লাইন দিয়ে নীচে নেমে আসেন। তারপর বুঝি লাইনচ্যুত হয়েছে ট্রেন।” তবে এখনও পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। কীভাবে দুর্ঘটনা, তাও এখনও রেলের তরফে জানানো হয়নি। রেল আধিকারিকরা প্রাথমিকভাবে জানিয়েছেন, তদন্ত করে দেখা হচ্ছে। যান্ত্রিক কোনও গোলোযোগেই এই দুর্ঘটনা বলে তাঁদের দাবি।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours