সব ফরম্যাট মিলিয়ে রেফারি হিসেবে সবচেয়ে বেশি ম্যাচে যুক্ত থেকেছেন শ্রীলঙ্কার রঞ্জন মদুগলে (৭৪৪)। এরপর রয়েছেন ক্রিস ব্রড (৫৯৮), জেফ ক্রো (৫৯৭)। শ্রীনাথের (৪৩২) সামনে এখন অ্যান্ডি পাইক্রফ্ট (৪৩৬)। হতে পারে, এশিয়া কাপেই চতুর্থ স্থানে চলে এলেন শ্রীনাথ!


পাল্লেকেলে: দেশের জার্সিতে নানা স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন। এ বার ম্যাচ অফিসিয়াল হিসেবে মাইলফলকের সামনে ভারতের প্রাক্তন পেসার। ভারতের সেরা পেসারদের তালিকায় প্রথম সারিতেই থাকবেন জাভাগল শ্রীনাথ। ক্রিকেট কোনওদিনই ছাড়েননি। ভূমিকা বদলেছে মাত্র। আজ এশিয়া কাপে গ্রুপ-এ তে ভারত বনাম নেপাল ম্যাচে রেফারির ভূমিকায় জাভাগল শ্রীনাথ। ম্যাচ রেফারি হিসেবে ওডিআই ফরম্যাটে ২৫০তম ম্যাচ খেলাতে চলেছেন শ্রীনাথ। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।


মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০১১ সালে ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ জিতেছে ভারত। ২৮ বছরের ব্যবধানে দ্বিতীয় বার এই ফরম্যাটে চ্যাম্পিয়ন। ব্যবধান আরও আগেই কমতে পারত। ২০০৩ সালে বিশ্বকাপ ফাইনালে উঠেছিল ভারত। অস্ট্রেলিয়ার কাছে হার। রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল সে বার। ২০০৩ সালের সেই বিশ্বকাপে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শ্রীনাথ। এরপরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ান। তিন বছর পরই আইসিসি ম্যাচ রেফারি হন শ্রীনাথ। বিশ্বের চতুর্থ হিসেবে ২৫০ ওডিআই ম্যাচে রেফারির মাইলফলকে শ্রীনাথ। ভারতের প্রথম। এই কৃতিত্ব রয়েছে ইংল্যান্ডের ক্রিস ব্রড, শ্রীলঙ্কার রঞ্জন মদুগলে এবং নিউজিল্যান্ডের জেফ ক্রো-র।

ক্রিকেট কেরিয়ারে ৬৭টি টেস্টে ২৩৬ এবং ২২৯ টি ওডিআই ম্যাচে ৩১৫ উইকেট নিয়েছেন ভারতের অন্যতম সেরা পেসার জাভাগল শ্রীনাথ। আইসিসি এলিট প্যানেলের রেফারি মাইলফলক প্রসঙ্গে বলেন, ‘ম্যাচ রেফারি হিসেবে এমন একটা মাইলফলক। ভেবে আনন্দ হচ্ছে। এই জগতে ১৭ বছর কাটিয়ে দিলাম। যত বেশি না ওডিআই খেলেছি, তার চেয়ে বেশি ম্যাচে রেফারি, এটা আমার কাছে আরও অবাক করার বিষয়। আমি গর্বিত, এই খেলার সঙ্গে এত বছর ধরে যুক্ত রয়েছি।


সব ফরম্যাট মিলিয়ে রেফারি হিসেবে সবচেয়ে বেশি ম্যাচে যুক্ত থেকেছেন শ্রীলঙ্কার রঞ্জন মদুগলে (৭৪৪)। এরপর রয়েছেন ক্রিস ব্রড (৫৯৮), জেফ ক্রো (৫৯৭)। শ্রীনাথের (৪৩২) সামনে এখন অ্যান্ডি পাইক্রফ্ট (৪৩৬)। হতে পারে, এশিয়া কাপেই চতুর্থ স্থানে চলে এলেন শ্রীনাথ!
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours