ট্রাকিং করে ১৩০টি মোবাইল উদ্ধার করল সুন্দরবন পুলিশ জেলার এস.ও.জি এবং সাইবার ক্রাইমের পুলিশ টিম
শুক্রবার সকালে সুন্দরবন পুলিশ জেলার এস.পি. অফিস থেকে উদ্ধার হওয়া মোবাইল গুলি মালিকের হাতে তুলে দেওয়া হয়। এদিন পুলিশ সুপার উদ্ধার হওয়া মোবাইল গুলি মালিকের হাতে তুলে দেন। দীর্ঘ দিন ধরে ট্রাকিং করে ১৩০টি মোবাইল উদ্ধার করল সুন্দরবন পুলিশ জেলার এস ও জি এবং সাইবার ক্রাইমের পুলিশ টিম। পুলিশ সূত্রে জানা যায়, কোন ব্যক্তির মোবাইল ২ বছর আগে আবার কোনো ব্যক্তির মোবাইল ৩ বছর আগে হারিয়ে গিয়েছিল কিংবা চুরি হয়ে গিয়েছিল। এরপর তাঁরা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত। পুলিশ সূত্রে আরও জানা যায়, অভিযোগ পাওয়ার পর মোবাইলের ই এম ই আই নম্বরটি ট্রাকিং - এ রাখা হয়। কিন্তু মোবাইলটি যতক্ষণ না পর্যন্ত ব্যবহার করা হয়, ততক্ষণ পর্যন্ত মোবাইলটির কোন ভাবে সন্ধান পাওয়া যায় না। যখন মোবাইলটি কেউ ব্যবহার করে, তখনই মোবাইলটির সন্ধান পাওয়া যায়। সেই সময় দেখা যায় মোবাইলটি হয়তো অন্য রাজ্যের কোন ব্যক্তি ব্যবহার করছে। এই সন্ধান পাওয়ার পর, ভিন রাজ্য থেকে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া ওই মোবাইলটি উদ্ধার করা হয়।
স্টাফ রিপোর্টার মুন্না সর্দার
Post A Comment:
0 comments so far,add yours