প্রশাসনের আশ্বাস পেয়ে টানা তিন দিনের বেসরকারী বাস বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিলো বাস সংগঠন 


অবশেষে তুলে নেওয়া হল বাস ধর্মঘট। ৫ই সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে বেসরকারি সব বাস ও মিনিবাস চলাচল শুরু হল ডায়মন্ড হারবার,কাকদ্বীপ, পাথরপ্রতিমা ও সুন্দরবন জোনে। উল্লেখ্য, অবৈধ যান বন্ধ ও পুলিশি জুলুমের প্রতিবাদ সহ একগুচ্ছ দাবীতে ৪ঠা সেপ্টেম্বর সোমবার থেকে টানা ৩ দিন সুন্দরবন, ডায়মন্ড হারবার ও কাকদ্বীপ জোনের সমস্ত বাস ও মিনিবাস বন্ধের ডাক দেয় জয়েন্ট কমিটি অফ বাস অপারেটস অ্যাসোসিয়েশনের দক্ষিণ ২৪ পরগনার শাখা সংগঠন। ৪ঠা সেপ্টেম্বর সোমবার একদিনের এই বাস ধর্মঘটের ফলে ব্যাপক সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রী ও পরীক্ষার্থীদের। সোমবার সকাল থেকে ডায়মন্ড হারবার, কাকদ্বীপ সহ সুন্দরবন এলাকার সমস্ত রুটের বেসরকারি বাস চলাচল বন্ধ ছিল। ফলে সাধারণ মানুষজন বিভিন্ন কাজে বের হয়ে সমস্যায় পড়েন। চৌঠা সেপ্টেম্বর সোমবার দুপুরে ডায়মন্ড হারবারের মহকুমাশাসক অঞ্জন ঘোষ ও আঞ্চলিক পরিবহন দপ্তরের আধিকারিকের সঙ্গে বাস সংগঠনের বৈঠক হয়। সেই বৈঠকের পরেই রাতে টানা তিন দিনের বাস বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় বাস সংগঠন।

স্টাফ রিপোর্টার সৌরভ মণ্ডল
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours