আরজি কর মেডিক্যাল কলেজে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ। অভিযোগ, ডাক্তারের বদলে রোগীর চিকিৎসা করছিল এক আয়া। তাঁর ভুল চিকিৎসাতেই মৃত্যু গোলাঘাটার বাসিন্দা মোহন মালিকের (৫৭)। ব্য়াপক উত্তেজনা হাসপাতাল চত্বরে।


কলকাতা: ফের কাঠগড়ায় আরজি কর (RG Kar Medical College Hospital)। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ আরজি কর মেডিক্যাল কলেজে। ব্যাপক উত্তেজনা হাসপাতাল চত্বরে। অভিযোগ, রোগীর চিকিৎসা করছিলেন এক আয়া। তাঁর বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে। মৃত্যু হয়েছে গোলাঘাটার বাসিন্দা মোহন মালিকের (৫৭)। অভিযোগ, রোগীর মুখে থাকা এন‌আরবিএম মাস্ক খুলে দেন আয়া। তার জেরেই বেঘোরে প্রাণ গিয়েছে মোহনবাবু। এ ঘটনাতেই উঠছে একগুচ্ছ প্রশ্ন। ডাক্তারের বদলে কেন চিকিৎসা করছিলেন আয়া? কোথায় ছিলেন ডাক্তাররা? প্রশ্ন তুলছেন রোগীর পরিজনেরা।


যে কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই কর্মী বলছেন, ডাক্তারবাবু যা বলেছিলেন তাই করেছি। কিন্তু, রোগীটা মারা যায়। এখন আমাদের দোষ হচ্ছে। আমি এখানে আয়ার কাজ করি। কিন্তু, ডাক্তার বা নার্স না হয়েও কেন তিনি এই কাজ করতে গেলেন এ প্রশ্ন করা হলেও মুখে কার্যত কুলুপ এঁটে রয়েছেন তিনি।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours