৩৬ এর নোভাক জকোভিচের (Novak Djokovic) জয়ের খিদে যে এখনও মেটেনি তা আরও এক বার প্রমাণিত হল। ইউএস ওপেনে পুরুষদের সিঙ্গলসের ফাইনাল চলল ১ ঘণ্টা ৪৪ মিনিট। দানিল মেদভেদেভকে (Daniil Medvedev) হারিয়ে কেরিয়ারের ২৪তম গ্র্যান্ড স্লাম জিতলেন সার্বিয়ান টেনিস তারকা।

Novak Djokovic: মেদভেদেভকে হারিয়ে ২৪তম গ্র্যান্ড স্লাম জয় জকোভিচের, ছুঁলেন মার্গারেটকে
একুশের বদলা জোকার নিলেন তেইশে, ঝুলিতে এল ২৪তম গ্র্যান্ড স্লাম

নিউ ইয়র্ক: ‘মধুরেণ সমাপয়েৎ’ কে-না চায়! অর্থাৎ কোনও কিছুর সমাপ্তি সুন্দর হওয়া বাঞ্ছনীয়। ঠিক যেমনটা ফ্লাশিং মিডোয় করলেন জোকার। একেই বলে মধুর প্রতিশোধ। একুশের বদলা পূর্ণ হল তেইশে… ২০২১ সালে ইউএস ওপেনের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন নোভাক জকোভিচ (Novak Djokovic) ও দানিল মেদভেদেভ (Daniil Medvedev)। সেই ম্যাচ জিতলে জোকার এক কীর্তি গড়তেন। এক মরসুমে চারটি গ্র্যান্ড স্লাম জয়ের বিরল নজিরে নাম লেখাতেন জোকার। তা অবশ্য হয়নি। রাশিয়ান টেনিস তারকা সে বার জকোভিচকে হারিয়েছিলেন। বছর দু’য়েক পর যেন সেই হারের বদলা নিলেন জকোভিচ। আর্থার অ্যাশ স্টেডিয়ামে এ বারের ইউএস ওপেনের (US Open 2023) ফাইনালে দানিল মেদভেদেভকে হারিয়ে কেরিয়ারের ২৪তম গ্র্যান্ড স্লাম হাতে তুলে নিলেন সার্বিয়ান সুপারস্টার নোভাক জকোভিচ। একইসঙ্গে জকোভিচ স্পর্শ করেছেন মার্গারেট কোর্টকে। বিস্তারিত জেনে নিন এর এই প্রতিবেদনে।


৩৬ এর নোভাক জকোভিচের জয়ের খিদে যে এখনও মেটেনি, তা আরও এক বার প্রমাণিত হল। ইউএস ওপেনে পুরুষদের সিঙ্গলসের ফাইনাল চলল ১ ঘণ্টা ৪৪ মিনিট। তাতে দানিল মেদভেদেভকে হারিয়ে কেরিয়ারের ২৪তম গ্র্যান্ড স্লাম জিতলেন সার্বিয়ান টেনিস তারকা।


প্রথম সেট থেকেই দাপট দেখান জকোভিচ। মুখিয়ে ছিলেন ২৪তম গ্র্যান্ড স্লামের জন্য। তাই প্রথম সেটের শুরুতেই রুশ তারকার সার্ভিস ব্রেক করেন নোভাক। এবং ওই সেট তিনি জেতেন ৬-৩ ব্যবধানে। এরপর দ্বিতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াই হয়। এবং দ্বিতীয় সেট গড়ায় টাইব্রেকারে। দ্বিতীয় সেটের সময় জকোভিচের পায়ে টানও লাগে। কিন্তু তা অবশ্য তাঁকে আটকাতে পারেনি। এই সেটে ৩১ শটের লম্বা ব়্যালি খেলেন জকোভিচ ও মেদভেদেভ। শেষ অবধি অবশ্য হাসি ফোটে জোকারের মুখে। দ্বিতীয় সেট ৭-৬ (৭-৫) জেতেন সার্বিয়ান তারকা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours