ছত্তীসগঢ়ের বিলাসপুর থেকেই বিলাসপুর-ইটওয়ারি ইন্টারসিটি ট্রেনে সওয়ার হয়ে রাজধানী রায়পুর যান রাহুল গান্ধী। তাঁর সঙ্গে ছিলেন ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল-সহ রাজ্য কংগ্রেসের ইন-চার্জ কুমারী সেলজা ও রাজ্য ইউনিট চিফ দীপক বৈজ। তাঁর সেই ট্রেন যাত্রার ভিডিয়ো ভাইরাল।

Rahul Gandhi: ট্রেনের জেনারেল বগিতে সাধারণ যাত্রীদের সঙ্গে সওয়ার রাহুল গান্ধী, দেখুন ভিডিয়ো
ট্রেনে সওয়ার রাহুল গান্ধী।

বিলাসপুর: ‘ভারত জোড়ো যাত্রা’ দিয়ে শুরু। তারপর একাধিকবার একাধিক জায়গায় জনগণের সঙ্গে মিশে যেতে দেখা গিয়েছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে (Rahul Gandhi)। কখনও ভোরবেলা সবজি মান্ডিতে গিয়ে বিক্রেতাদের কাছে সবজির অত্যধিক মূল্যবৃদ্ধির কারণ জানতে চেয়েছেন, কখনও মোটর মেকানিকের দোকানে বসে যন্ত্রপাতি হাতে নিয়ে গাড়ি সারাতে বসেছেন। আবার মোটরবাইকে লাদাখ পাড়ি দিয়ে সেখানকার মার্কেটে গিয়ে জনগণের সুবিধা-অসুবিধার কথাও জানতে দেখা গিয়েছে রাজীব-তনয়কে। এবার একেবারে ট্রেনের (Train) জেনারেল বগিতে সওয়ার হলেন তিনি। শুধু ট্রেনে সওয়ারি হওয়া নয়, যাত্রীদের সঙ্গে কথা বলতে, অটোগ্রাফ দিতেও দেখা গিয়েছে কংগ্রেস সাংসদকে।


দলীয় কর্মসূচিতে যোগ দিতে রাহুল গান্ধী বর্তমানে ছত্তীসগঢ়ে। এদিন ছত্তীসগঢ়ের বিলাসপুর থেকেই বিলাসপুর-ইটওয়ারি ইন্টারসিটি ট্রেনে সওয়ার হয়ে রাজধানী রায়পুর যান রাহুল গান্ধী। তাঁর সঙ্গে ছিলেন ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল-সহ রাজ্য কংগ্রেসের ইন-চার্জ কুমারী সেলজা ও রাজ্য ইউনিট চিফ দীপক বৈজ। একেবারে ভিড়ে ঠাসা ট্রেনের জেনারেল বগিতে অন্যান্য যাত্রীদের সঙ্গে একই আসনে বসে যেতে দেখা যায় রাহুল গান্ধীকে। তাঁর সেই ট্রেন যাত্রার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours