গত বৃহস্পতিবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ছাত্র পান্নাকারা থাই নিখোঁজ হয়ে যান। খবর জানার পরই বোলপুর থানায় ওই পড়ুয়ার পরিবারের সদস্যরা নিখোঁজ ডায়রি করেন। ঘটনার তদন্তে নামে বোলপুর থানার পুলিশ।

Visva bharati university Student Missing: ওড়িশার তালসারি থেকে উদ্ধার বিশ্বভারতীর নিখোঁজ পড়ুয়া
উদ্ধার পান্নাকারা থাই

বীরভূম: অবশেষে উদ্ধার হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ পড়ুয়া। ওড়িশার তালসারি থেকে মায়ানমারের বাসিন্দা পান্নাকারা থাইকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় বোলপুর থানার পুলিশের হাতে গ্রেফতার বারো জন। এ দের মধ্যে দুবরাজপুরের তিনজন আগেই গ্রেফতার হয়েছিল। তাদেরকে জেরা করে বাকি ন’জনের কথা জানতে পারে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে একজন নানুরের বাসিন্দা ও বাকি আটজনের বাড়ি পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায়।


পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের ফোন ট্যাপ করে ও এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে ওড়িশার তালসারিতে পান্নাকারাকে লুকিয়ে রাখা হয়েছিল। এরপর আজ তল্লাশি চালিয়ে সেখান থেকে ওই বিদেশী পড়ুয়াকে উদ্ধার করে পুলিশ।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours