শুরু হলো নামখানা নারায়ণগঞ্জ এলাকায় ধস নামা নদী বাঁধ মেরামতির কাজ
গত কয়েকদিন আগে আচমকা দক্ষিণ ২৪ পরগনার জেলার নামখানা ব্লকের নারায়ণগঞ্জের হঠাৎ করে নির্মীয়মাণ নদী বাঁধে ভয়াবহ ধস নামে। প্রায় ১০০মিটার মাটির নদী বাঁধ নদীগর্ভে তলিয়ে যায়,ওই ঘটনার পর আতঙ্কিত ওই এলাকার কয়েক'শ বাসিন্দা, নামখানা নারায়ণগঞ্জ এলাকায় ধস নামা নদী বাঁধ মেরামতি শুরু করেছে সেচ দপ্তর,চটের বস্তার ভেতর মাটি ঢুকিয়ে ও বাঁশ দিয়ে চলছে সেই মেরমতির কাজ। কিন্তুু এলাকার বাসিন্দারা এই কাজে খুশী নন। এই মেরামতির পরেও আবার ওই নদী বাঁধে ধসের আশঙ্কা করছে নামখানা নারায়ণগঞ্জ এলাকার মানুষ। পাকা ও স্থায়ী বাঁধের দাবী তুলেছেন ওই এলাকার স্থানীয়রা। উল্লেখ্য, প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে এই বাঁধ তৈরীর কাজ শেষ হয় গত দুই মাস আগে। দুই মাস যেতে না যেতেই তারমধ্যে ধস নামল ওই নদী বাঁধে। সেচ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আপতকালীন ব্যবস্থা হিসেবে এই বাঁধ মেরামতি চলছে। আগামী দিনে স্থায়ী নদী বাঁধের পরিকল্পনা নেওয়া হবে। তবে যে মানের মেরামতির কাজ চলছে তাতে করে খুশি নন এলাকায় মানুষ। স্থানীয়রা মনে করছেন এই ভাবে নদী বাঁধ মেরামত করলে সমানেই বড় পূর্ণিমার কোটাল রয়েছে আবার ও প্লাবিত হতে হবে আমাদের,
শুক্রবার ওই বিষয়ে ওই এলাকার স্থানীয় বাসিন্দারা কাকদ্বীপ ডটকমের ক্যামেরার সামনে কি বলছে শুনুন,
ওই বিষয়ে শুক্রবার সেচ দপ্তরের একজন আধিকারিক আমাদের কাকদ্বীপ ডট কমের ক্যামেরার সামনে কি বললেন শুনুন
স্টাফ রিপোর্টার মুন্না সরর্দারের সঙ্গে সৌরভ মন্ডল
Post A Comment:
0 comments so far,add yours