২০২১-২২ মরসুমে দিল্লির ক্লাব সুভেদা থেকে ইস্টবেঙ্গলে এসেছিলেন লিয়েনে। তার পর আর পিছন ফিরে তাকাতে হয়নি মণিপুরী ফুটবলারকে। লাল-হলুদের হয়ে সব মিলিয়ে করেছেন ৮ গোল। গত বছর সুপার কাপে ছিল ৩ গোল। মহেশ বলছেন, 'ইস্টবেঙ্গল আমার কাছে শুধু ক্লাব নয়, পরিবারও।'

East Bengal: আর ৪ বছর ইস্টবেঙ্গলেই থাকছেন মহেশ!
East Bengal: আর ৪ বছর ইস্টবেঙ্গলেই থাকছেন মহেশ!

কলকাতা: গত মরসুমে চমৎকার ছন্দে ছিলেন তিনি। টিমের সাফল্যে ছাপও রেখেছিলেন। আইএসএলে (ISL 2023) প্রথম ভারতীয় হিসেবে হ্যাটট্রিকের দুরন্ত রেকর্ড করেছিলেন। তার থেকেও বড় কথা, মণিপুরের ছেলে করিয়েছেন ৭টা গোল। ২৪ বছরের পাহাড়ি ফুটবলার তার পুরস্কারও পেলেন। আগামী চার বছরের জন্য লাল-হলুদেই (East Bengal) থাকবেন নাওরেম মহেশ সিং (Naorem Mahesh Singh)। কার্লেস কুয়াদ্রাতের টিম সোমবার আইএসএল অভিযানে নামছে। জামশেদপুর এফসির বিরুদ্ধে হোম ম্যাচ। তার আগে তরুণ ফরোয়ার্ড মহেশে আস্থা দেখাল ইস্টবেঙ্গল।  এ বিস্তারিত।


কুয়াদ্রাত বলেছেন, ‘মহেশের চুক্তি বাড়ানোটা টিমের জন্য় খুব ভালো খবর। যে দিকে আমরা ক্লাবকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাতে ও একটা উদাহরণ। ক্লাবের হয়ে তো বটেই, জাতীয় টিমের হয়েও মহেশ চমৎকার পারফর্ম করেছে। ভবিষ্যতে গুরুত্বপূর্ণ প্লেয়ার হয়ে ওঠার সব মশলা আছে ওর মধ্য়ে।’ ইনভেস্টর ইমামি গ্রুপের তরফে সন্দীপ আগরওয়াল বলেছেন, ‘ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার পর থেকে মহেশ যে ম্যাচ উইনার, সেটা প্রমাণ করেছে। প্রতিদিন উন্নতি করেছে। ওকে দেখে টিমের তরুণ ফুটবলাররা উদ্বুদ্ধ হয়। ক্লাব আর জাতীয় টিমের হয়ে ও যা খেলেছে, তাতে আমরা গর্বিত। সমর্থকরাও ওকে পছন্দ করে। ওর মতো ফুটবলারকে যে কারণে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’


২০২১-২২ মরসুমে দিল্লির ক্লাব সুভেদা থেকে ইস্টবেঙ্গলে এসেছিলেন লিয়েনে। তার পর আর পিছন ফিরে তাকাতে হয়নি মণিপুরী ফুটবলারকে। লাল-হলুদের হয়ে সব মিলিয়ে করেছেন ৮ গোল। গত বছর সুপার কাপে ছিল ৩ গোল। মহেশ বলছেন, ‘ইস্টবেঙ্গল আমার কাছে শুধু ক্লাব নয়, পরিবারও। এই ক্লাবের হয়েই আমি আইএসএল কেরিয়ার শুরু করেছিলাম। সেই ক্লাবের হয়ে আরও অনেকগুলো বছর জড়িয়ে থাকার সুযোগ পাচ্ছি, এর থেকে ভালো খবর আর কী হতে পারে।’
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours