গ্রহ ও নক্ষত্রমন্ডলী যখন একটি নির্দিষ্ট অবস্থানে আসে, তখন এই যোগ বা রাজ যোগগুলি গঠিত হয়। জ্যোতিষ পঞ্জিকা অনুসারে, ১৮ সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল গ্রহ কন্যা রাশিতে থাকবে।

Vipreet Raj Yoga 2023: মঙ্গলের জেরে কন্যায় বিপরীত রাজযোগ! সেপ্টেম্বর পর্যন্ত সৌভাগ্য বর্ষণ হবে কোন কোন রাশির উপর?

সমস্ত গ্রহ একটা সময়ের পর রাশি পরিবর্তন করে। যার কারণে বিভিন্ন প্রকার যোগ ও রাজযোগ সৃষ্টি হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ১৮ অগস্ট মঙ্গল কন্যা রাশিতে প্রবেশ করেছে, ১৮ সেপ্টেম্বর পর্যন্ত এই রাশিতেই অবস্থান করবে। এই অবস্থায় মঙ্গলের প্রভাবে বিপরীত রাজ যোগের সৃষ্টি হয়েছে, যা সমস্ত রাশির জাতক-জাতিকাদের উপরেই কুপ্রভাব ও সুপ্রভাব ফেলতে চলেছে।


জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন প্রকার যোগ ও রাজযোগেরর প্রভাব ও সুবিধা নিয়ে ব্যাখ্যা রয়েছে। গ্রহ ও নক্ষত্রমন্ডলী যখন একটি নির্দিষ্ট অবস্থানে আসে, তখন এই যোগ বা রাজ যোগগুলি গঠিত হয়। জ্যোতিষ পঞ্জিকা অনুসারে, ১৮ সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল গ্রহ কন্যা রাশিতে থাকবে। মঙ্গল গ্রহের প্রভাবে কন্যারাশিতে বিপরীত রাজ যোগ তৈরি হয়েছে, যার কারণে ৩ রাশির জাতক-জাতিকাদের জীবনে আসতে চলেছে প্রচুর অর্থ ও নয়া চাকরির সন্ধান। বিপরীত রাজ যোগের জেরে কোন কোন রাশি জীবনে এমন সুযোগ আসতে চলেছে, তা জানুন…

মেষ রাশি


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours