৫০টি করে পান পাতা দিয়ে পানের গোছ নির্দিষ্ট হওয়ায় প্রতিবাদ জানালেন সাগর ব্লকের পান চাষিরা
গত ২৩শে সেপ্টেম্বর শনিবার রাজ্যে কৃষিজ বিপণন দপ্তরের উদ্যোগে কলকাতার ক্রেতা সুরক্ষার মিটিং হলো পান চাষী,আরৎদার ও ব্যবসায়ীদের নিয়ে এদিন চূড়ান্ত পর্যায়ের বিশেষ সভার আয়োজন হয়,ওই মিটিংয়ে পান চাষীদের বিভিন্ন সমস্যার সমাধানের উদ্দেশ্যে পূর্ববর্তী তিনটি মিটিংয়ের পরে ২৩ শে সেপ্টেম্বর শনিবার সিদ্ধান্ত হয় যে পানের সর্বোচ্চ ৫০টি করে পান গোছে দিয়ে পান নিলাম হবে এবং পান চাষীরা নিলামে সর্বোচ্চ দাম পাবে। আগে পানের নিদিষ্ট কোনো গোছ নিলাম হতো না, কোথাও ১০০,কোথাও ১৫০ কোথাও ৩৫০ গোছে পান নিলাম হতো, শনিবার ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিজ বিপণন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না,রাজ্য কৃষিজ বিপণন দপ্তরের সচিব অনিল ভার্মা,স্পেশাল সেক্রেটারী অশোক দাস কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা, পাথরপ্রতিমার বিধায়ক সমীর কুমার জানা বিধায়ক বিক্রম প্রধান এবং পানচাষী, আড়ৎদার ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন,ওই সিদ্ধান্ত ১লা অক্টোবর থেকে কার্যকর হবে এবং এই সিদ্ধান্ত সঠিকভাবে প্রণয়ন হচ্ছে কিনা তার জন্য কৃষি বিপণন দপ্তরের আধিকারিকদের নজরদারি থাকবে,
৫০টি করে পান পাতা দিয়ে পানের গোছ নির্দিষ্ট হওয়ায় সোমবার সাগরের চকফুলডুবি মন্দিরতলা বাজারে প্রতিবাদ জানালেন সাগর ব্লকের চকফুলডুবি ও মন্দিরতলা এলাকার পান চাষীরা,তাদের দাবি সরকার যদি পানের গোছে নির্ধারিত করবে তাহলে সরকারকে ধান কেনার মত পানও কিনতে হবে সরকারিভাবে,এবং সারের দাম ও কমাতে হবে, সরকার এই সমস্ত জিনিস না করে সরকার শুধু পানের গোছে কম করলে পাইকারিরা তখন কম দামে পান কিনে নেবে আর চাষিরা সারের দোকান টাকা দিতে ও সংসার চালাতে হিমশিম খাবে কারণ গত বছরও এই সমস্ত চাষীরা এই একই সমস্যার সম্মুখীন হয়েছিলেন,তাদের আরো দাবি তাদের না জানিয়ে হঠাৎ করে এই সিদ্ধান্ত তারা মানবে না, সাগর ব্লকের পন চাষীরা সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বড়সড়ো আন্দোলনে নামবে বলে এদিন হুঁশিয়ারি দিয়েছে,কারণ তারা সুষ্ঠুভাবে পান বিক্রি করছিল তাদের কোন সমস্যা ছিল না সরকারের হঠাৎ করে এই সিদ্ধান্তে পান চাষীদের বিপুল পরিমাণে ক্ষতির সম্মুখীন হতে হবে,
সোমবার ওই বিষয়ে সাগরের চকফুলডুবি মন্দিরতলা বাজার থেকে আমাদের কাকদ্বীপ ডট কমের ক্যামেরার সামনে একজন পানচাষী কি বললেন শুনুন
স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Post A Comment:
0 comments so far,add yours