১৯তম এশিয়ান গেমসের সরকারি উদ্বোধনের পর থেকে ভারতে আসতে শুরু করেছে একের পর এক পদক। হানঝাউ এশিয়াডের প্রথম দিন ভারতকে প্রথম পদক এনে দিলেন মেহুলি ঘোষ, রমিতা ও আশি চৌকসে। এবং ভারতে দ্বিতীয় পদক এল রোয়িংয়ে।

Asian Games 2023: অর্জুন-অরবিন্দ জুটিতে রোয়িংয়ে ভারতের ঝুলিতে এল রুপো
অর্জুন-অরবিন্দ জুটিতে রোয়িংয়ে ভারতের ঝুলিতে এল রুপো

হানঝাউ: রবি-সকালে হানঝাউ থেকে জোড়া পদক এল ভারতে। এশিয়াডে আজ শুটিং এবং রোয়িংয়ে ভারত পেল রুপো। দিনের শুরুতে মেহুলি-রমিতা-আশিরা ভারতকে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে প্রথম পদক এনে দিয়েছিলেন। এ বার চলতি এশিয়ান গেমসে (Asian Games 2023) পুরুষদের লাইটওয়েট মেনস ডাবলস স্কালস থেকে ভারতকে রুপো এনে দিলেন অর্জুন জাট লাল (Arjun Jat Lal) এবং অরবিন্দ সিং (Arvind Singh)। বিস্তারিত জেনে নিন  এর এই প্রতিবেদনে।


অন্যান্য খেলার তুলনায় রোয়িংয়ে ভারতের সাফল্য অনেকটাই কম। টোকিও অলিম্পিকে ভারতের রোয়িং টিম ১১ নম্বরে শেষ করেছিল। অবশ্য এশিয়াডে হতাশ করল না ভারত। এশিয়াডে ভারতের অর্জুন লাল জাট এবং অরবিন্দ সিং লাইটওয়েট মেনস ডাবলস স্কালসে ৬:২৮.১৮ সেকেন্ড সময় নিয়ে রুপো পেয়েছেন। আয়োজক চিন ৬:২৩.১৬ সেকেন্ডে শেষ করে সোনা জিতেছে। এবং ৬:৩৩.৪২ সেকেন্ডে শেষ করে ব্রোঞ্জ পেয়েছে উজবেকিস্তান।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours