গত কয়েকদিন আগে আচমকা দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের নারায়ণগঞ্জের মুড়িগঙ্গা নদীর নির্মীয়মাণ বাঁধে ভয়াবহ ধস নামে।
প্রায় ১০০মিটার মাটির বাঁধ নদীগর্ভে তলিয়ে যায়। এই ঘটনার পর আতঙ্কিত ওই এলাকার কয়েক'শ বাসিন্দা। এরমধ্যে ধস এলাকায় বাঁধ মেরামতি শুরু করেছে সেচ দপ্তর। মাটি, বালির বস্তা ও বাঁশ দিয়ে চলছে সেই মেরমতির কাজ। কিন্তু এলাকার বাসিন্দারা এই কাজে খুশী নন। এই মেরামতির পরেও আবার ধসের আশঙ্কা করছে এলাকার মানুষ। পাকা ও স্থায়ী বাঁধের দাবী তুলেছেন স্থানীয়রা। উল্লেখ্য, প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে এই বাঁধ তৈরীর কাজ শেষ হয় দুই মাস আগে। দুই মাস যেতে না যেতেই তারমধ্যে ধস নামল বাঁধে। সেচ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আপতকালীন ব্যবস্থা হিসেবে এই বাঁধ মেরামতি চলছে। আগামী দিনে স্থায়ী বাঁধের পরিকল্পনা নেওয়া হবে। তবে যে মানের মেরামতির কাজ চলছে তাতে করে খুশি নন এলাকায় মানুষ। স্থানীয়রা মনে করছেন এই ভাবে বাঁধ মেরামত করলে সমানেই বড় পূর্ণিমার কোটাল রয়েছে আবার ও প্লাবিত হতে হবে আমাদের। তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে ওই এলাকায় চড়া স্রোত থাকার কারণে নদীতে প্রায় দশ হাজার বাঁশের খাঁচা ফেলে প্রথম পর্যায় এসে এর পরে একটু পলি পড়লে কংক্রিটের স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে।
Post A Comment:
0 comments so far,add yours